সারা দেশ জুড়ে ১৪ নভেম্বর পালিত হয়ে থাকে শিশু দিবস (Children’s Day)। এইদিনে জন্মছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়।
এমন দিনে ইস্টবেঙ্গল এফসির টুইট পোস্ট লাল হলুদ ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।ওই টুইটের ক্যাপসনে লেখা,”আমাদের খেলোয়াড়দের 👶 থেকে একটি #HappyChildrensDay!
আপনি অনুমান করতে পারেন কে কে?
#জয়ইস্টবেঙ্গল #আমাগোমশাল”
প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ মরসুমে লাল হলুদ জার্সি গায়ে আজ যারা মস্তানি করছে তাদেরই শৈশবের মুহুর্ত ওই টুইট পোস্টে তুলে ধরা হয়েছে।বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয় পেয়ে আত্মবিশ্বাসী লাল হলুদ ব্রিগেড। ওড়িশা এফসির বিরুদ্ধে ১৮ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামার আগে কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা এখন চুটিয়ে প্র্যাকট্রিস করে চলেছে। চলতি সেশনে ঘরের মাঠে জয়ের খরা কাটাতে মরিয়া টিম ইস্টবেঙ্গল। তাই প্র্যাকট্রিসে খামতি রাখতে নারাজ।
A #HappyChildrensDay from the 👶 versions of our players! ❤️💛
Can you guess who is who? 🤔#JoyEastBengal #আমাগোমশাল pic.twitter.com/Qm9y8Cmzwx
— East Bengal FC (@eastbengal_fc) November 14, 2022