Sports News: সাসপেন্ড! বাতিল ভারতের ম্যাচ

আপাতত বাতিল ভারতের প্রীতি ম্যাচ (Sports News)। বেলারুশের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত এই ম্যাচ হচ্ছে না বলে জানা গিয়েছে।…

আপাতত বাতিল ভারতের প্রীতি ম্যাচ (Sports News)। বেলারুশের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত এই ম্যাচ হচ্ছে না বলে জানা গিয়েছে। কারণ বেলারুশ ফুটবল টিমের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা। 

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। জড়িত বেলারুশ। যুদ্ধের পক্ষে থাকা দেশগুলোর বিরুদ্ধে এককাট্টা হতে শুরু করেছে ফুটবল মহল। উয়েফা এবং ফিফা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ক্লাব এবং জাতীয় দলের ক্ষেত্রে। স্পোর্টিং ইভেন্টে যোগদানের ব্যাপারেও বেলারুশও শাস্তির আওতায়। 

মার্চের ২৬ তারিখে ভারত বেলারুশ প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকেই তাকিয়ে ছিলেন এই ম্যাচের দিকে। কিন্তু ফিফার নির্দেশ শিথিল না হওয়া পর্যন্ত এই প্রীতি ম্যাচে বিশ বাও জলে।

AFC Asian Cup China 2023র যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। একটি বেলারুশের বিরুদ্ধে, ওপর বাহারিনের বিরুদ্ধে। ‘ বেলারুশ যতদিন সাসপেন্ড থাকবে আমরা তাদের বিরুদ্ধে খেলতে পারবো না,’ জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার কুশল দাস।