Sports News : দশ মিনিটের খেলা। করতে হবে ২১ পয়েন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের থেকেও উত্তেজনাকর! বাস্কেটবলের (Basketball) আগামী দিনের ভবিষ্যত, মনে করছেন ক্রীড়া মহলের একাংশ।
ভারতের ৩*৩ বাস্কেটবল ফরম্যাটে জনপ্রিয়তা বাড়ছে। স্থানীয় ক্রীড়া প্রেমীরা চোখ রাখছেন বাস্কেটবল কোর্টের এই দ্রুততম ফরম্যাটে। সম্প্রতি সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেতাব অর্জন করেছে তামিলনাড়ু। এই নিয়ে দশমবারের জন্য সেরার শিরোপা পেল তারা।
এক ক্রীড়া সংবাদ মাধ্যমে কথা বলছিলেন তামিলনাড়ু দলের অধিনায়ক মুইন বেক হাফিজ। প্রসঙ্গ ক্রমে উঠে এসেছিলেন ৩*৩ বাস্কেটবল ফরম্যাটের প্রসঙ্গে।
হাফিজের মতে, ‘আপনি আইপিএল দেখুন। সাড়া ফেলে দিয়েছিল আবির্ভাব লগ্নে। ৩*৩ বাস্কেটবল ফরম্যাট তেমনই। বাস্কেটবলের আইপিএল।’
![Sports News](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/04/images-10.jpeg)
বাস্কেটবলের সাবেক ফরম্যাট কি তবে বিপন্ন হতে চলেছে? হাফিজের কথায়, ‘না, তা হবে না। আইপিএল যখন শুরু হল তখন অনেকেই ভেবেছিলেন একদিনের ক্রিকেটে জনপ্রিয়তা কমবে। সেটা কিন্তু হয়নি। বরং পঞ্চাশ ওভারের ক্রিকেটেও চাকচিক্য বেড়েছে কুড়ি বিশের ক্রিকেটের সাহায্যে। বাস্কেটবলের ৫*৫ ফরম্যাটও আগামী দিনে বিপন্ন হবে না।’