Sports News : ছোটোবেলা থেকে ফুটবল ম্যাচ দেখার অভ্যাস। নিজের দেশের অনেক ম্যাচ দেখেছিলেন অল্প বয়সেই। কিন্তু আলাদা করে টান অনুভব করেননি তখনই। প্রেমে পড়েছিলেন এগারো বছর বয়সে। ফুটবলের প্রতি প্রেম। বাঙালিদের একটি ম্যাচ দেখে।
২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া (Bangladesh vs Mongolia)। তারিখ – ১৯ ফেব্রুয়ারি ২০০১। টিভির সামনে খেলা দেখতে বসেছিলেন এগারো বছর বয়সী আয়িস খুরেলবাত্তার। বাংলাদেশ সফরে ইনিই মঙ্গোলিয়ার অধিনায়ক। অকপটে বলেছেন ফুটবলের প্রতি প্রেমে পড়ার মুহূর্তের কথা।
![Sports News](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/prothomalo-bangla_2022-03_bd7f6b7a-51ca-4332-ab10-341d3432c76a_b5e0a61e-d735-464d-81f0-901523edabd9.jpeg)
বিশ্বকাপের বাছাই পর্বের সেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। এমন সময় প্রায় অন্তিম লগ্নে এসে গোল শোধ করেছিল মঙ্গোলিয়া। সৌদি আরবের দাম্মামে ২-২ স্কোরলাইনে শেষ হয়েছিল ম্যাচ।
মঙ্গলবার সিলেটে বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার ম্যাচ। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মঙ্গোলিয়া দলের অধিনায়ক আয়িস খুরেলবাত্তার।
দোভাষির সাহায্যে বক্তব্য রাখছিলেন তিনি। সংবাদ মাধ্যমে বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল নিয়ে দারুণ স্মৃতি রয়েছে। একুশ বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে নেমেছিল আমাদের দল। ম্যাচটা টিভিতে দেখেছিলাম। ২-২ গোলে ড্র হয়েছিল। দারুণ উজ্জীবিত হয়েছিল খেলা দেখে। দাগ কেটে দিয়েছিল মনে।’