Sports News : জাপানে গিয়ে খেলা হচ্ছে না ভারতীয় ফুটবলারের

Akash Mishra

Sports News : প্রবল জল্পনা ছিল। ভারতীয় ফুটবলার খেলতে যাবেন জাপানের ক্লাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভবত হচ্ছে না। ভারতের ক্লাবেই খেলবেন তরুণ তারকা। 

সম্প্রতি শোনা গিয়েছিল আকাশ মিশ্র জাপানের ক্লাবের খেলবেন। কথাও নাকি অনেকটা এগিয়ে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে, জাপানিজ ক্লাবে আকাশ মিশ্র খেলবেন না। ভারতের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব হায়দরাবাদ ফুটবল ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি। 

   

জুলাইয়ের শেষের দিকের খবর, জাপানের মাচিদা জেরভিয়ারের সঙ্গে আকাশের কথা অনেকটা এগিয়ে গিয়েছিল। গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দরবাদ এফসি থেকে পাকাপাকিভাবে তাঁকে নিতে চাইছিল এই ক্লাব। এমনকি তার জন্য ট্রান্সফার ফি দিতেও নাকি জাপানিজ ক্লাব রাজি। এই ক্লাবের সঙ্গে ভারত যোগ রয়েছে। পুনে সিটি এফসির প্রাক্তন কোচ র‍্যাঙ্কো পোপোভিচ জাপানের এই ক্লাবের বর্তমান কোচ।

লেফট‍ব‍্যাক পজিশনে খেলা এই ফুটবলার ২০২১ সাল থেকে জাতীয় দলের পরিচিত মুখ। এর আগে দেশের বয়স ভিত্তিক দলগুলোর হয়ে খেলতে নেমেছিলেন। ক্লাব স্তরে ২০১৭ থেকে ২০১৯ সাল অবধি তিনি খেলেন ইন্ডিয়ান অ্যারোজে, ২০২০ থেকে আছেন গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান দল হায়দ্রাবাদ এফসিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন