Sports news: সন্তোষ ট্রফিতে বাংলার হারে ক্রীড়ামন্ত্রীর নিশানায় আইএফএ সচিব

Sports news: টলমল করছে আইএফএ সচিব অনির্বাণ দত্তের চেয়ার। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর গলায় তেমনই ইঙ্গিত মিলল৷ সন্তোষ ট্রফিতে বাংলার ভরাডুবি জেরে প্রকাশ্যে কড়া ভাষায় আইএফএ সচিবকে আক্রমণ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (State Sports Minister Arup Biswas)

State Sports Minister Arup Biswas

Sports news: টলমল করছে আইএফএ সচিব অনির্বাণ দত্তের চেয়ার। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর গলায় তেমনই ইঙ্গিত মিলল৷ সন্তোষ ট্রফিতে বাংলার ভরাডুবি জেরে প্রকাশ্যে কড়া ভাষায় আইএফএ সচিবকে আক্রমণ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (State Sports Minister Arup Biswas)৷ মোহনবাগান ক্লাবে ক্রীড়া লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে রীতিমতো বোমা ফাটলে ক্রীড়ামন্ত্রী৷ মূলত খেলাধূলার ক্ষেত্রে ‘কোটাতন্ত্র’-এর বিরুদ্ধেই মুখ খুললেন মন্ত্রী৷

মোহনবাগানের অনুষ্ঠানে অরূপ বিশ্বাস বললেন, ‘রঞ্জি ফাইনালের আগের দিন বাংলা দলকে তাতিয়ে এলাম। তারপর দেখি দলের এই শোচনীয় হার। ভেবেছিলাম ৩৩ বছর পর ঘরের মাঠে ভারতসেরা হবে বাংলা ক্রিকেট দল। কিন্তু সে আশায় জল ঢালল ক্রিকেটাররা। ফাইনাল পর্যন্ত ঠিকঠাক ওপেনারই জোগাড় করতে পারল না। শুনেছি ফাইনালে যে ওপেন করেছে সেই সুমন্ত গুপ্ত নাকি প্রথম শ্রেণির ক্রিকেটই খেলেনি‌। ফাইনালে এমন একজনকে খেলানো হল যে নাকি মাত্র ৭ ওভার বল করেছে। কোটাতন্ত্রের কথা আমার কানে এসেছে। এ ভাবে যদি দল তৈরি হয় এর চেয়ে নিন্দার কিছু নেই।’

সেই প্রসঙ্গের সুত্র ধরেই রাজ্যের ফুটবল টিম নিয়েও তার গলায় হতাশার সুর শোনা গেল৷। ক্রীড়ামন্ত্রী অরূপবাবু বলেন, ‘ফুটবলেও একই হাল। সন্তোষে তো মুখ দেখানো গেল না। গতবছর যে কোচ ফাইনাল অবধি নিয়ে গেল তাকে সরিয়ে দেওয়া হল। এখানেও ‘কোটা’র ফুটবলার খেলানোর অভিযোগ আমার কানে এসেছে। রাজ্য সরকার ক্রীড়া বাজেটে অনেক বেশি অর্থ বরাদ্দ করেছে। আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ হয়। ক্রীড়া প্রশাসকরা এভাবে চালালে তো রাজ্যের খেলাধূলা আরও নীচে নামবে।’