ভারতীয় ফুটবলে চাঞ্চল্যকর খবর (Sports News)। অনুমতি ছাড়াই ভারত এবং ইউরোপের হেভিওয়েট কিছু ক্লাবের লোগো ব্যবহার করে প্রতিযোগিতা আয়োজনের অভিযোগ। সরব হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) এবং মোহন বাগান অ্যাথলেটিক (Mohun Bagan AC)।
জানা গিয়েছে, মিনার্ভা অ্যাকাডেমির পক্ষ থেকে একটি টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে প্রচার করা হয়েছিল। টুর্নামেন্টের নাম রাখা হয়েছিল মিনার্ভা সুপার লিগ। নিজেদের অ্যাকাডেমির ছাত্রদের নিয়ে হয়েছিল নিলাম। ভারত এবং ইউরোপের মোট ছয়টি ক্লাবের লোগো কাজে লাগানো হয়েছিল টুর্নামেন্ট প্রচারের কাজে, তাও অনুমতি না নিয়েই। অভিযোগ এমনটাই।
ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিনার্ভা সুপার লিগের সঙ্গে আমাদের যে কোনও যোগ নেই সেটা হলফ করতে বলতে পারি। আমাদের ক্লাবকে প্রচারের কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি।’
প্রায় অনুরূপ বিবৃতি মোহন বাগান অ্যাথলেটিক ক্লাবের তরফে দেওয়া হয়েছে। ক্লাবের এক কর্তার বলেছেন, ‘ এটা কী করে সম্ভব?’