মুম্বই সিটি এফসির ডিফেন্ডার ভিগনেশ দক্ষিণামূর্তির (Vignesh Dakshinamurthy) ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal) খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।লাল হলুদ কর্তারা ফিফার শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে চাইছে টিমের ভোল বদলের জন্যে।
Advertisements
২৪ বছরের ডিফেন্ডার ভিগনেশকে দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে।ইতিমধ্যে ফুটবলারের এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়েছে বলে খবর। ভিগনেশ নিজেও লাল হলুদ জার্সি পরে পারফর্ম করতে আগ্রহী।
Advertisements
সবকিছু ঠিকঠাক হলে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে ওজোন এফসির ছাত্র ভিগনেশ দক্ষিণামূর্তিকে। ২০১৮-১৯ সেশনের আগে মুম্বই সিটি এফসি জয়েন করে ভিগনেশ। মুম্বইর হয়ে ৫ ম্যাচে একটা গোল রয়েছে এই খেলোয়াড়ের। প্রসঙ্গত,দক্ষিণামূর্তি হলেন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড় শানমুগাম ভেঙ্কটেশের ভাইপো।