এই মিডফ্লিডারের ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা ঘিরে জল্পনা

২০১৭ সালে লোনে ইস্টবেঙ্গল জার্সি গায়ে ১২ ম্যাচ খেলা মিডফ্লিডার রাওলিন বর্জেসের (Rowllin Borges) ইস্টবেঙ্গল এফসিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে। বছর ৩০ এর রাওলিন চলতি…

Rowllin Borges

২০১৭ সালে লোনে ইস্টবেঙ্গল জার্সি গায়ে ১২ ম্যাচ খেলা মিডফ্লিডার রাওলিন বর্জেসের (Rowllin Borges) ইস্টবেঙ্গল এফসিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে।

বছর ৩০ এর রাওলিন চলতি ইন্ডিয়ান সুপার লিগ ২০২২-২৩ সেশনে মুম্বই সিটি এফসির হয়ে ৫ ম্যাচ খেলেছে।সূত্রে খবর,টিম ম্যানেজমেন্টের গুডবুকে থাকা গোয়ানিজ এই ফুটবলারের লাল হলুদ জার্সি চাপানোর সম্ভাবনা প্রবল।আর এটা হলে শীতকালীন ফিফা ট্রান্সফার উইন্ডো দিয়ে বর্জেসের ইস্টবেঙ্গল এফসিতে খেলা প্রায় নিশ্চিত হবে।

   

স্পোর্টিং ক্লাব ডি গোয়ার যুব একাডেমির ছাত্র রাওলিন বর্জেস, ২০১৬ সালে যোগদানের পর নর্থইস্ট ইউনাইটেড এফসি সেটআপের মূল ভিত্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এলকো সাতোরির কোচিং’এ ২০১৮-১৯ মরসুমে মিডফিল্ডারকে আরও বেশি করে বক্স-টু-বক্স ভূমিকায় ব্যবহার করা হয়, এই ভূমিকাতে নতুন মাত্রা পায় রাওলিনের খেলা।

ওই সেশনে চার গোল এবং দুটি অ্যাসিস্ট দিয়ে মরসুম শেষ করে এক শক্তিশালী ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ বর্জেসের। ২০১৮-১৯ সালে হাইল্যান্ডারদের সেমিফাইনালে নিয়ে যাওয়ার শেষে, গোয়ানিজ এই মিডিও মুম্বই সিটি এফসিতে চলে আসে এবং ১৫ ম্যাচে দুটো গোল এবং আরও দুটি গোলে সহায়তা করেন। ২০২০-২১ সেশনে মুম্বই’র হয়ে লিগ শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়নদের হয়ে ২০ ম্যাচে দুটো স্কোর করার পাশাপাশি একটিতে সহায়তা করেন।