HomeSports NewsBunkerhill: কর্পোরেট দল গড়ে আইলিগ খেলবে বাঙ্কারহিল? তৈরি হয়েছে জল্পনা

Bunkerhill: কর্পোরেট দল গড়ে আইলিগ খেলবে বাঙ্কারহিল? তৈরি হয়েছে জল্পনা

- Advertisement -

ক্লাব-ইনভেস্টর ইস্যু নিয়ে পূর্বে একাধিকবার উত্তপ্ত হয়েছে কলকাতা ময়দান। গত কয়েক বছর ধরেই নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়ে ছিল লাল-হলুদ শিবির। তবে গতবছর ইমামি আসার পর থেকে এখন অনেকটাই শান্তির আবহ ইস্টবেঙ্গল তাঁবুতে। তবে এবার ইনভেস্টর ইস্যু নিয়ে উত্তপ্ত সাদা-কালো শিবির।

বিগত কয়েকবছর ধরেই বেশকিছু বিষয়কে কেন্দ্র করে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বর্তমানে পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার শহরের এই আরেক প্রধানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল (Bunkerhill)। অথচ একটা সময় এই সংস্থার আশার পরেই সুদিন ফিরেছিল রেড রোডের তাঁবুতে। বহু দিনের প্রতীক্ষার পর কলকাতা লিগ জিতেছিল মহামেডান। ভালো পারফরম্যান্স ও করতে শুরু করেছিল আইলিগ ও ডুরান্ডের মতো টুর্নামেন্টে গুলিতে। তখনো পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ক্লাবের শেয়ার নিয়েই গত বছর থেকে সংঘাত দেখা দেয় উভয়পক্ষের কর্তাদের মধ্যে।

   

জানা গিয়েছে, সেবার এই লগ্নিকারী সংস্থার সঙ্গে প্রথমে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় নাকি পঞ্চাশ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের ও বাকি পঞ্চাশ শতাংশ ক্লাব কর্তাদের কাছে রাখার দাবি করা হয়েছিল সাবেক কর্তাদের তরফ থেকে।তাতেই নাকি রাজি হয়েছিল বাঙ্কারহিলের কর্মকর্তারা। কিন্তু পরবর্তী সময়ে দলের আইএসএল খেলার পাশাপাশি ক্লাবের পরিকাঠামো গত উন্নতির মতো বিষয় গুলি কে সামনে রেখে আর এক শতাংশ শেয়ার বৃদ্ধি করার কথা জানানো হয় ইনভেস্টরদের তরফে।

যারফলে, তা গিয়ে দাঁড়ায় ৫১ শতাংশে। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। মনে করা হচ্ছে ক্লাবের কতৃত্ব হারানোর সংশয়ের জেরেই নাকি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না সাবেক কর্তারা। যা দেখে অখুশি ছিলেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। তবে আলোচনা করে গোটা বিষয়টিকে মেটানোর পরিকল্পনা থাকলেও সময় যত এগিয়েছে ততই তিক্ততা তৈরি হয়েছে ইনভেস্টরদের সঙ্গে। যারফলে এবার বিচ্ছেদ পথে এই সম্পর্ক।

উল্লেখ্য, গত শুক্রবার এই সমস্ত বিষয়গুলি কে মাথায় রেখে লগ্নিকারী সংস্থাদের সঙ্গে বসার কথা ছিল সাদা-কালো কর্তাদের। তবে বাঙ্কারহিলের তরফ থেকেই সেদিন কাউকেই আসতে দেখা যায়নি ক্লাব তাঁবুতে। অন্যদিকে নাকি লগ্নিকারী সংস্থার দাবি মতো শেয়ার ছাড়তে রাজি হয়েছে মহামেডান কর্তারা। পাশাপাশি বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং কে কমিটিতে নেওয়ার পাশাপাশি সিএবির প্রতিনিধি করার বিষয়ে ও শোনা গিয়েছিল। তবে সেসব নিয়ে এখন নাকি আর খুব একটা আগ্ৰহ নেই তাদের। এবার নাকি কর্পোরেট দল তৈরি করে সরাসরি আইলিগ খেলার কথা ভাবছে বাঙ্কারহিল। যদিও সেই নিয়ে সরকারি ভাবে জানানো হয়নি কোনো কিছুই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular