এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন এক প্রতিভাবান ফুটবলার। দলবদলের বাজারে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের নজর এই ভারতীয় তরুণের ওপর রয়েছে বলে খবর।
দীর্ঘ দিন কলকাতার দলে রয়েছেন সুমিত রাঠি। কিন্তু ক্রমেই কমেছে তাঁর ম্যাচ টাইম। উত্তর প্রদেশের এই ফুটবলার রক্ষণভাগের খেলোয়াড়। প্রতিশ্রুতিবাণ। কিন্তু অধিকাংশ সময় কেটেছে রিজার্ভ বেঞ্চে।
সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাদেমি থেকে উঠে এসেছিলেন মুজফ্ফর নগরের এই ফুটবলার। ছিলেন ইন্ডিয়ান অ্যারোজে। সেখান থেকে যোগ দিয়েছিলেন এটিকে বি দলে। একাধিক ম্যাচে সুযোগ পেয়েছিলেন ।
২০১৯-২০ মরশুমে সই এটিকেতে। ১৪ টি ম্যাচ খেলেছিলেন। এবং তাঁর খেলার প্রশংসা করেছিলেন ফুটবল প্রেমীদের অনেকে। পরের মরশুমে এটিকে মোহন বাগানে। ২০২০ থেকে বাগানে থাকলেও পেয়েছেন খুব অল্প সুযোগ। মাত্র সাতটি ম্যাচে তাঁকে কাজে লাগিয়েছিল দল।