Sunday, December 7, 2025
HomeSports NewsSC East Bengal: হাড় ভেঙেছে হীরা মন্ডলের, করতে হবে অপারেশন!

SC East Bengal: হাড় ভেঙেছে হীরা মন্ডলের, করতে হবে অপারেশন!

- Advertisement -

হীরা মন্ডলের চোট। অপারেশন করতে হবে বলে খবর। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) এবারের ইন্ডিয়ান সুপার লিগে বাকি আর মাত্র একটি ম্যাচ। তার আগেও দলে চোট, আঘাত সমস্যা। 

সূত্রের খবর, হীরা মন্ডলের নাকে হাড় ভেঙেছে। পুরো সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার দরকার। চোট কবে সরব কিংবা হীরা কবে সুস্থ হবে সে ব্যাপারে সঠিক কিছু বলা যাচ্ছে না এখনই। 

   

 

সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আক্রমণে জোর দিয়েছিল ইস্টবেঙ্গল। হাইল্যান্ডারদের তেকাঠি লক্ষ্য করে নেওয়া হয়েছিল একাধিক শট। কিন্তু একটি মাত্র ক্ষেত্র ছাড়া জল কাঁপাতে পারেনি ইস্টবেঙ্গল। 

SC East Bengal

বিরতি থেকে ফেরার কিছু পরেই অবশ্য সমতায় ফেটে এসসি ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ১-১ করেন অ্যান্টনিও পেরোসেভিচ। এরপর কোনো দলই আর খুলতে পারেনি গোল মুখ। পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয় ম্যাচ। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular