আগামী মরশুমে ইস্টবেঙ্গল (East Bengal) কী করবে এ ব্যাপারে আগ্রহ তুঙ্গে। জল্পনা, আলোচনা চলছে বিস্তর। এরই মধ্যে শোনা গেল এমন এক ব্যক্তির নাম যিনি ফুটবলার নন। আধিকারিক। তাঁকে নিয়োগ করতে পারে ইস্টবেঙ্গল।
সূত্রের খবর, অময় ঘোষালকে নিয়োগ করতে পারে লাল হলুদ ক্লাব। Chief Technical Officer (CTO) হিসেবে অময়কে নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর ধারণা বেশ স্পট। হাতের তালুর মতো চেনেন নিজের দেশের ফুটবলকে। আশা করা হচ্ছে অময়ের আগমনে বেশ কিছু নামী তারকা আগামী মরশুমে প্রবেশ করতে পারেন লাল হলুদ তাঁবুতে।
অময় ঘোষালকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজির দলের প্রাক্তন কোচ গ্রেগরি।
২০১৮ সালে বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগের সেরা হয়েছিল চেন্নাইয়ান ফুটবল ক্লাব। যার অনুতম কারিগর ছিলেন অময় ।
ফাইনাল ম্যাচে নামার আগে গ্রেগরি বলেছিলেন, ‘ আমাদের স্কোয়াডের তালমেল ভীষণ ভালো। এর কৃতিত্ব আমি অময়কে দিতে চাই। ঘরোয়া ফুটবলের ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। অময় এই অভাব পূরণ করে দিয়েছে। ফুটবলার রিক্রুটমেন্ট এর বিষয়টা ও নিজে তদারকি করেছে। শুধু মাত্র ভালো মানের ফুটবলার নয়, ভালো মানুষ।’