ক্লাবে তারকার ভিড়ে অনিশ্চিত ভবিষ্যৎ। তাই বিকল্প ভাবনায় মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এক তরুণ মিডফিল্ডার। শোনা যাচ্ছে এবারের ট্রান্সফার উইন্ডোতে হয়তো দল বদল করতে পারেন তিনি। অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলেন কলকাতায়।
ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী দিনে এই হয়তো আরও কিছু চমক দেবে ক্লাব। স্কোয়াডে ক্রমে বাড়ছে তারকাদের ভিড়। যার ফলে ক্লাবে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন অনেকেই। প্রশ্ন উঠেছিল ক্লাবে পুয়েতার সম্ভাবনা নিয়ে। কেরালা ব্লাস্টার্স থেকে অনেক সম্ভাবনা নিয়ে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন Lalthathanga Khawlhring বা ময়দান যাকে চেনে পুয়েতা নামে। দল বদল করলেও নিজের ভাগ্য খুব একটা বদল করতে পারেননি তিনি। নামমাত্র সুযোগ পেয়েছিলেন সবুজ মেরুন শিবিরে।
এক সময় প্রায় ফুটবল প্রেমীরা প্রায় ভুলতেই বসেছিলেন মিজোরামের এই মিডফিল্ডারের নাম। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর আরও একবার নতুন করে চর্চায় এসেছেন তিনি। গতবার সুযোগ পাননি, আগামী দিনে মোহন বাগানের হয়ে মাঠে নামার সম্ভাবনা কি খুব বেশি? মনে করছেন না ফুটবল বিশেষজ্ঞদের একাংশ। পুয়েতা নিজেও হয়তো সেটা অনুমান করতে পারছেন। তার বয়স এখন মাত্র ২৫। দেশের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে উঠে এসেছিলেন ভারতীয় ফুটবল সার্কিটে। হাতে এখনও অনেকটা সময় রয়েছে।
<
p style=”text-align: justify;”>বয়স যেহেতু কম তাই নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ রয়েছে নর্থ ইস্ট ইউনিটেড, আইজল এফসি, কেরালায় খেলা এই ফুটবলারের। শেষ পাওয়া খবর অনুযায়ী পুয়েতার মোহন বাগান সুপার জায়ান্ট ছাড়ার সম্ভাবনা প্রবল। একাধিক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।