এই বাঙালি ফুটবলারের রাজ্যে ফেরার সম্ভাবনা ঘিরে জল্পনা শুরু

Ritwik Das

জানুয়ারির ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে বাঙালি উইঙ্গার ঋত্বিক দাসের (Ritwik Das) বাংলায় ফেরার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।

Advertisements

২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে জামশেদপুর এফসির জার্সিতে ৭ ম্যাচ খেলা ২৫ বছরের বাঙালি উইঙ্গারের গায়ে এখনও দুই প্রধানের জার্সি চরে নি।তাই শীতকালীন ফিফা উইন্ডো দিয়ে ইস্টবেঙ্গল এফসি অথবা ATKমোহনবাগানে ফুটবলার ঋত্বিক দাসের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

Ritwik Das East Bengal

Advertisements

ঋত্বিক দাস আইলিগে রিয়েল কাশ্মীর এফসি’তে খেলার পরে কেরালা ব্লাস্টার্স এফসি’তে যোগ দেন। বাংলার ছেলে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে কলকাতা কাস্টমসের হয়ে তার পেশাদার কেরিয়ার শুরু করার আগে মোহনবাগান ক্লাবের হয়ে নিজের যুব কেরিয়ার শুরু করেছিলেন।

এরপরে ঋত্বিক কলকাতা প্রিমিয়ার ডিভিশন বি গ্রুপে কালীঘাট এমএস এর হয়ে খেলে। ২০১৮ সালের ডিসেম্বরে আইলিগ টুর্নামেন্টে অভিষেক হয় রিয়াল কাশ্মীর বাছাই করার আগে। ২০২০-২১ আইএসএল সেশনে কেরালা ব্লাস্টার্সের হয়ে লিগ অভিযানে নামে ঋত্বিক দাস। এফসিতে যেখানে চার ম্যাচ খেলা বাঙালি এই ফুটবলার ২০২১-২২ মরসুমে জামশেদপুর এফসিতে যোগ দেয়।ট্রান্সফার বাজারের সুযোগ নিয়ে ফুটবলার ঋত্বিক দাসের বাংলায় খেলা নিয়ে টানাপোড়েন অব্যাহত। এখন দেখার জল কোন দিকে গড়ায়।