Speculation Mounts: ফেরান্দো-হামিল ফের একই দলে?

নতুন কোচ নিয়োগ করতে হবে কেরালা ব্লাস্টার্সকে। সেই সঙ্গে স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে পারে নতুন ফুটবলার। ব্লাস্টার্সের সম্ভাব্য কোচ হিসেবে জল্পনায় (Speculation Mounts) রয়েছে…

Juan Ferrando, Brendan Hamill

নতুন কোচ নিয়োগ করতে হবে কেরালা ব্লাস্টার্সকে। সেই সঙ্গে স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে পারে নতুন ফুটবলার। ব্লাস্টার্সের সম্ভাব্য কোচ হিসেবে জল্পনায় (Speculation Mounts) রয়েছে হুয়ান ফেরান্দোর নাম। সেই সঙ্গে ব্রান্ডন হামিলও হলুদ জার্সি পরতে পাবেন বলে বলে মনে করা হচ্ছে।

Advertisements

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোকে কোচ করার ভাবনা রয়েছে কেরালা ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্টের। তবে কোচের নাম এখনো চূড়ান্ত হয়নি।

   

হুয়ান ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্টের শর্ট লিস্টে রয়েছেন কি না সে ব্যাপারে ফুটবল মহলে দ্বিমত রয়েছে। কারও মতে, ইয়েলো ব্রিগেডের কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন বাগানের প্রাক্তন হেডস্যার। কারণ মতে, তাঁর কেরালা ব্লাস্টার্সের কোচ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই।

ব্রান্ডন হামিলকে নিয়েও জল্পনার অভাব নেই। হুয়ান সঙ্গে এই ডিফেন্ডারকে কেরালা ব্লাস্টার্স দলে নিতে আগ্রহী বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। আসলে ফেরান্দোর কোচিংয়ে হামিল গত মরসুমে ভালো খেলেছিলেন। এবারের মরসুমে সেভাবে চোখে পড়েননি। লোপেজ হাবাস মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্বে আসার পর কার্যত প্রথম একাদশের বাইরে চলে গিয়েছিলেন হামিল। আগামী মরসুমে মোহনবাগান তাঁকে স্কোয়াডে রাখবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতি গুরু শিষ্য রসায়নকে কাজে লাগিয়ে অনেকে দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছেন।