Transfer Market: ক্লাব ছাড়ছেন GOAT স্ট্রাইকার, দল বদলের বাজারে জল্পনা

Jamie MacLaren

Transfer Market: মেলবোর্ন সিটি নিশ্চিত করেছে তাদের ক্লাব অধিনায়ক এবং সর্বকালের শীর্ষ গোলদাতা জেমি ম্যাকলারেন এ-লিগ থেকে বিদায় নিচ্ছেন। চলতি মরসুম শেষ শেষে ক্লাব ছাড়বেন তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে জার্মান ক্লাব এসভি ডার্মস্টাড ৯৮ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ম্যাকলারেন ক্লাবটিতে তার সাড়ে পাঁচ বছরের মেয়াদে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সিটির পক্ষ থেকে নিশ্চিত করেছে তাঁর বিদায় সংবাদ। এরপরেই শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি।

ম্যাকলারেন বলেছেন, ‘গত সাড়ে পাঁচ বছর ধরে যে ক্লাবকে আমি নিজের ঘর বলে জেনেছি, সেই ক্লাব ছাড়াটা আমার জন্য খুবই দুঃখজনক। এখানে আমি যা অর্জন করতে পেরেছি তার জন্য আমি গর্বিত। ব্যক্তিগতভাবে এবং দলের একজন হিসেবে উভয় ভাবে গর্ব অনুভব করি।’

   

সিটিতে থাকাকালীন ম্যাকলারেন ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন। এই সময়কালের মধ্যে ক্লাবটিকে তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছেন ম্যাকলারেন।

ম্যাকলারেন একমাত্র খেলোয়াড় যিনি এ-লিগের ইতিহাসে কোনও একটি ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। ম্যাকলারেন টুর্নামেন্টে টানা চারটি গোল্ডেন বুট জিতেছেন। এ-লিগের সর্বকালের সেরা গোলদাতা হিসাবে অস্ট্রেলিয়ান ফুটবল ইতিহাসে নিজের জায়গা পাকা করেছেন।

ভারতে ইতিমধ্যে শুরু হয়েছে দল বদল সংক্রান্ত জল্পনা। অস্ট্রেলিয়ার একাধিক ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে খেলছেন। জেসন কামিন্সের মতো তারকাও রয়েছেন ভারতের শীর্ষে ফুটবল লিগে। ম্যাকলারেন-ও কি আসবেন ভারত? শুরু হয়েছে জল্পনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন