Hair Fall problem:এই গরমে চুল পড়ার সমস্যায় নাজেহাল? হাতের কাছে রাখুন এই পাঁচ হোমিওপ্যাথি মেডিসিন

এই গরমে চুল ঝরে যাচ্ছে অনর্গল! বিশেষ শ্যাম্পুও কাজ করছে না? কাজ করছে না ঘরোয়া টোটকা? চিন্তার কিছু নেই! বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সুনীতা চৌধুরী দিলেন…

hair fall

এই গরমে চুল ঝরে যাচ্ছে অনর্গল! বিশেষ শ্যাম্পুও কাজ করছে না? কাজ করছে না ঘরোয়া টোটকা? চিন্তার কিছু নেই! বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক সুনীতা চৌধুরী দিলেন বিশেষ টিপস যাতে এই গরমে আপনার চুল থাকবে সতেজ এবং এই গরমে চুল পড়ার হাত থেকে সহজেই রক্ষা পাওয়া যাবে। শুধু তাই নয়, খুশকির সমস্যা থেকেও রক্ষা পাওয়া যাবে। শুধুমাত্র হাতের কাছে রাখুন এই পাঁচ মেডিসিন এবং অব্যর্থ ফল পান সহজেই।

১) আরনিকা মাদার টিনচার(arnica mother tincture) – হঠাৎ করে চুল পড়ে গেলে এই ওষুধ খুব ভাল কাজ করবে। দিনে দুবার লাগালে খুব ভাল ফল পাওয়া যাবে। এই ওষুধটি চুলের গোড়ায় লাগাতে হবে। আবার খাওয়াও যেতে পারে জলে গুলে। এই ওষুধটি চুলের ঘনত্ব বাড়াবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

   

২)জাবোরানডি(Jaborandi)- এই ওষুধটি চুলের গোড়ায় লাগাতে হবে। চুলকানো সমস্যা থাকলে এই ওষুধটি ভাল কাজ করবে।

৩)ককলেরিয়া(Cochlearia Armoracia Mother)- ড্যানড্রফের সমস্যা থাকলে এই ওষুধটি দারুন কাজ করবে। চুল পড়া রোধে এই ওষুধটি খুব ভাল কাজ করে।

৪)ওয়েসবিডান(Wiesbaden) – কারুর চুল পড়ার সমস্যা থাকলে দিনে দুবার এই ওষুধ খেলে মারাত্মক ভাল কাজ করবে।

৫) অ্যাসিড ফস (Acid Phos)- কম বয়সে যদি চুল সাদা হয়ে যাচ্ছে অথবা টাক পড়ে যাচ্ছে। তাহলে এই ওষুধটি খেতে পারেন। চুল পড়া রোধেও এটি খুব ভাল কাজ করবে।

( উপরোক্ত বক্তব্যটি ডাক্তার সুনীতা চৌধুরীর, এমবিএস। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন)