Super Cup Tournament: সুপার কাপ নিয়ে এবার জারি হল বিশেষ বিবৃতি, জানুন

মাত্র কয়েকটা সপ্তাহ। তারপরেই ওডিশার বুকে শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup Tournament) নতুন মরশুম। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে ও খেলতে…

super cup tournament 2024 odisha

মাত্র কয়েকটা সপ্তাহ। তারপরেই ওডিশার বুকে শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup Tournament) নতুন মরশুম। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে ও খেলতে আসছে একাধিক ফুটবল দল। মোট ১৬টি ফুটবল দল। যা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল।

তবে এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই নিয়ে জারি করা হল বিশেষ বিবৃতি। যেখানে দলের ফুটবলারদের নিয়ে জারি করা হল বিশেষ ঘোষণা। সেই অনুযায়ী এবার থেকে প্রত্যেকটি ফুটবল দলের প্রথম একাদশে রাখা যাবে মোট ছয়টি করে বিদেশী ফুটবলার। তেমনভাবেই করানো যাবে রেজিস্ট্রেশন। তবে এক্ষেত্রে ও থাকছে বিশেষ শর্ত। সেক্ষেত্রে দলের একাদশে থাকা ফুটবল বিদেশীদের মধ্যে একজনকে অন্তত হতে হবে এশিয়ান কোটার ফুটবলার।

তাহলে আর কোনো সমস্যা থাকবে না কোনো দলের। বিশেষ সূত্র মারফত খবর, যেহেতু এই ফুটবল টুর্নামেন্ট জিতলে সোজা এএফসি কাপ খেলার সুযোগ চলে আসবে চ্যাম্পিয়ন দলের, সেই জন্যেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ফুটবল টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ থাকবে আইএসএলের দলগুলির। এই টুর্নামেন্টের জন্য আশা মোট ১২টি দলের প্রত্যেকটি দল সরাসরি খেলবে এই টুর্নামেন্ট। কিন্তু আইলিগ থেকে আসা ফুটবল দলগুলিকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। সেখান থেকেই যোগ্যতা অর্জন করতে হবে তাদেরকে। তারপর প্রত্যেকটি গ্রুপের অন্যতম সফল দল চলে যাবে শেষ চারে। সেখান থেকে পরবর্তীতে ফাইনাল রাউন্ড।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল দিয়াগো মরিসিওরা। যা দেখে অবাক হয়েছিল সকলেই। এবার ও কি বজায় থাকবে সেই ধারা, নাকি বাকিদের টেক্কা দিয়ে কাপ জিতে নেবে অন্যকোনো ফুটবল দল। এখন সেটাই দেখার।