Devajyoti Ghosh: প্রয়াত ফুটবলারের স্মরণে বিশেষ ম্যাচ শ্যামনগরে

Devajyoti Ghosh

মাত্র পঁচিশ বছর বয়সের তারকা ফুটবলার দেবজ্যোতি ঘোষকে (Devajyoti Ghosh) হারিয়েছে বাংলার ফুটবল। কৃষ্ণনগরে একটি স্থানীয় ক্লাবের হয়ে খেলতে গিয়ে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবলার দেবজ্যোতি ঘোষ। রেলওয়ে এফসির প্রতিভাবান ফুটবলারের পরের বছরে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার কথা ছিল।‌‌ ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তিতে সই হয়ে গিয়েছিল।‌

Advertisements

তবে যোগ দেওয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি। ‌‌সদ্য প্রয়াত বাংলার ফুটবলার দেবজ্যোতি ঘোষের স্মরণে একটি বেনিফিট ম্যাচ খেলল আইএফএ একাদশ ও বাংলার সন্তোষ ট্রফির দল।ম্যাচ শুরুর আগেই দুই দলের ফুটবলার শ্রদ্ধা জানান দেবজ্যোতি ঘোষকে। আইএফএ ও শ্যামনগর ফুটবল ফেস্টিভ্যাল এর যৌথ উদ্যোগে এই ম্যাচ অনুষ্ঠিত হয় । সচিব জয়দীপ মুখার্জী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য।

Advertisements