East Bengal: অবস্থানে অনড় ইমামি, লাল-হলুদ সমর্থকদের জন্য থাকছে বিশেষ ছাড়

Officials from Emami and East Bengal Club shaking hands
File Picture

বুধবার বিকেল থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে এবারের ডার্বি টিকিট। যেখানে দুই প্রধানের সমর্থকদের টিকিট মূল্য নিয়ে দেখা গিয়েছিল ব্যাপক তারতম্য। তবে এক্ষেত্রে লাল-হলুদ (East Bengal) সমর্থকদের জন্য যথেষ্ট কম অর্থে মিল ছিল ম্যাচের টিকিট। গ্যালারির লোয়ার টায়ার থেকে শুরু করে একেবারে ভিআইপি বক্স পর্যন্ত সবুজ-মেরুন সমর্থকদের তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছিল ইস্টবেঙ্গলের ম্যাচ টিকিট। যা খুব একটা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট।

সেজন্য একটা সময় ডার্বি বয়কটের ও সিদ্ধান্ত নিয়েছিল বাগান জনতা। এমনকি পরবর্তী পরিস্থিতিতে সমস্ত কিছু পুষিয়ে নেওয়ার কথাও শোনা যায় বাগান সচিব দেবাশীষ দত্তের তরফ থেকে। তারপর থেকেই আরো সরগরম হয়ে ওঠে সমস্ত কিছু। তবে এবার বিশেষ ছাড়ে লাল-হলুদ সমর্থকদের টিকিট কাটার সুবিধা দিচ্ছে ইমামি ম্যানেজমেন্ট।

   

হ্যাঁ ঠিকই শুনেছেন। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ডার্বির টিকিটের তারতম্য মেটানোর কথা উঠে আসলেও এবার নয়াপন্থা অবলম্বন করে দর্শকদের টিকিট পাওয়ার ব্যবস্থা করে দিল ইমামি। সাধারণভাবে অনলাইনে দুই প্রধানের টিকিটের দাম সমান দেখানো হলেও বিশেষ কয়েকটি কোডের ব্যবহার করে পুরোনো দামেই টিকিট সংগ্রহ করতে পারবেন লাল-হলুদ সমর্থকরা। বুকমাই শোতে টিকিট কাটার সময় উল্লেখ করা হয় সেই সমস্ত কোড। যেটি ব্যবহার করে অনায়াসেই টিকিট সংগ্রহ করতে পারবেন দলের সমর্থকরা। ‌ অর্থাৎ বেড়েও বাড়লো না লাল-হলুদের টিকিটের দাম।

এবার এক অভিনব পন্থায় নিজেদের দলের সমর্থকদের সুবিধে করে দিল ম্যানেজমেন্ট। উল্লেখ্য, প্রথম ডার্বি সময় বাগান সমর্থকদের একাংশকে বিশেষ ছাড়ে টিকিট পাইয়ে দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছিল ব্যাপকভাবে। তাই সমস্ত কিছু মাথায় রেখে নাকি এবার নিজেদের দলের সমর্থকদের সুবিধা করে দিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে বিভিন্ন কারণে তা বদলে দিতে হলেও নিজেদের বিশেষ স্ট্রাটেজিতে তা বজায় থাকল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন