HomeWest BengalNorth Bengalদাবাপ্রেমীদের জন্য বিশেষ টুর্নামেন্টের আয়োজন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

দাবাপ্রেমীদের জন্য বিশেষ টুর্নামেন্টের আয়োজন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

- Advertisement -

দাবাপ্রেমীদের জন্য সোমবার একটি বিশেষ টুর্নামেন্টের আয়োজন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । এই টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারস কাপ ওপেন চেস ২০২২।

এদিন এই টুর্নামেন্টটি হয় সেনক রোডের মিত্তল গার্ডেনে। শিলিগুড়িতে শ্রী গৌরব শর্মা আইপিএস, সিপি শিলিগুড়ি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এই টুর্নামেন্টে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার মোট ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। যার মধ্যে ১২ জন বিশেষভাবে সক্ষম শিশুরাও ছিল।

   

প্রসঙ্গত, শিলিগুড়ির দাবা প্রেমীদের খেলায় তাদের দক্ষতা ও জ্ঞান প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রথম এমন টুর্নামেন্ট আয়োজন করে। উভয় বিভাগে সেরা দশ জন খেলোয়াড়কে পুরস্কার, পদক এবং সার্টিফিকেট দেওয়া হয়। বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দেরও তা দেওয়া হয়।

এগুলি ছাড়াও সমস্ত বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের শ্রী গৌরব শর্মা আইপিএস, সিপি শিলিগুড়ি ১১০০০ টাকার বিশেষ নগদ পুরস্কার দেন।

নিম্নলিখিত খেলোয়াড়রা তাদের নামের বিপরীতে উল্লিখিত বিভাগে প্রথম স্থান অধিকার করেছে:

১.ঈশান ঘোষ
২.জয়দীপ কিন্দো।

এছাড়া সকল অংশগ্রহণকারীদের মনোবল বাড়াতে সার্টিফিকেট প্রদান করা হয়। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আনন্দলোক হাসপাতাল শিলিগুড়ি, দার্জিলিং জেলা দাবা সমিতি এবং শিলিগুড়ি পুরনিগমের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতি শিবিকা মিত্তলকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular