নতুন মরসুমের জন্য খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর এফসি। তাঁর নির্দেশ মেনেই দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি তারকা চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। সেই তালিকায় যুক্ত হতে চলেছে জাভি হার্নান্দেজের (Javi Hernandez) নাম। গত সিজনে বেঙ্গালুরু এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল এই স্প্যানিশ মিডফিল্ডারকে।
সুপার কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ও একাধিক ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। কিন্তু মরসুম শেষে তাঁর সঙ্গে আর চুক্তি বাড়ায়নি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তারপর থেকেই জাভি উপর আগ্ৰহ দেখাতে শুরু করে দেশের একাধিক ফুটবল ক্লাব। পাশাপাশি বিদেশের কয়েকটি ক্লাবের তরফে এই ফুটবলারকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত বাজিমাত করল জামশেদপুর এফসি।
সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তিপত্র পাঠানো হবে এই স্প্যানিশ ফুটবলারের কাছে। একটা সময় এটিকে দলের হয়ে আইএসএল খেলতে প্রথম ভারতে এসেছিলেন জাভি। পরবর্তীতে এটিকে মোহনবাগান থেকে শুরু করে ওডিশা এবং বেঙ্গালুরু এফসির মতো হেভিওয়েট দলের জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে। কিন্তু সেখানেই শেষ নয়। আসন্ন মরসুমে ও ভারতে থাকছেন বছর পঁয়ত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
পূর্বে জর্ডান মারের মতো দাপুটে ফরোয়ার্ডকে সই করিয়েছে জামশেদপুর এফসি। তাঁর সঙ্গে জাভি হার্নান্দেজের উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে।