ওডিশা এফসিতে যোগদান করলেন পেপে

Advertisements গত ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। সুপার কাপ হাতছাড়া হওয়ার পর আইএসএলকে পাখির চোখ করে এগোতে শুরু করেছিল…

Pepe Losada

Advertisements

গত ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। সুপার কাপ হাতছাড়া হওয়ার পর আইএসএলকে পাখির চোখ করে এগোতে শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই ক্লাব। কিন্তু সেখানে বাঁধা হয়ে দাঁড়ায় কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান। এই হেভিওয়েট দলের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয় সার্জিও লোবেরার ছেলেদের।

বিজ্ঞাপন

কিন্তু এখন সেইসব অতীত। নয়া মরসুমে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেক্ষেত্রে লোবেরার উপরেই ভরসা রেখেছেন ওডিশার কর্তারা। সেজন্য গত কয়েক মাসে তাঁর নির্দেশ মেনেই খেলোয়াড় সই করিয়েছে এই শক্তিশালী ফুটবল ক্লাব। প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলারদের দলে টেনেছে ওডিশা এফসি।

এবার নতুন মরসুমের জন্য দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিযুক্ত করলো আইএসএলের এই ফুটবল ক্লাব। আগত সিজনের জন্য দলের দায়িত্বে এলেন পেপে লোসাদা। পূর্বে ইরান সহ ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ কোচ। তাঁর উপরেই ভরসা রাখল লোবেরার দল।

উল্লেখ্য, গত বছর পর্যন্ত মনু সায়াবেরা এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও ব্যক্তিগত কারণের জন্য ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যারফলে নয়া কোচ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় পেপের হাতে