গত বছর আইএসএলের দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। সেইমতো একের পর এক ম্যাচ ও জিততে শুরু করেছিল দল। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই প্লে-অফের লড়াই যথেষ্ট কঠিন হয়ে যায় তাদের কাছে। শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল তাদের।
মূলত সুনীল ছেত্রীর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের অন্দরে। তবে পুরনো এসব ভুলে এখন নতুন সিজনে ঘুরে দাঁড়ানোর লড়াই বেঙ্গালুরুর কাছে। এক্ষেত্রে নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।
সমস্ত কিছু মাথায় রেখেই গত কয়েকদিনে নিজেদের দলের একাধিক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ক্লাব। অলিভার ড্রস্ট থেকে শুরু করে স্লাভকো ডামজানোভিচ, অমৃত গোপী, বিক্রম সিংয় সহ দল বিদায় জানায় দাপুটে বিদেশী মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে। শেষ আইএসএল মরশুমে পাঁচটি গোল করেছিলেন তিনি।
বলতে গেলে দলের জয় নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। কিন্তু নতুন মরশুমের জন্য তাকে আর রাখতে চায়নি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। কিছুদিন আগেই তাকে রিলিজ করে দেওয়ার কথা জানানো হয় তাদের তরফ থেকে।
সেই সুযোগ কাজে লাগিয়েই এই স্প্যানিশ ফুটবলারকে দলে টানার জন্য কথাবার্তা শুরু করে পাঞ্জাব এফসি। কিন্তু বেশিদূর এগোয়নি সেটি। নতুন সিজনের জন্য তার কাছে আইএসএলের একাধিক ক্লাবের অফার থাকলেও শোনা যাচ্ছে, ভারত ছেড়ে এবার বিদেশী লিগে খেলতে যেতে পারেন তিনি। সেইমতো জাপানের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্লাবের তরফ থেকেও নাকি প্রস্তাব পাঠানো হয়েছে তার কাছে। এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও নতুন সপ্তাহের শেষের দিকেই নতুন দলে যোগ দিতে পারেন এই ফুটবলার।