Spain and Brazil Battle: এক ম্যাচে ৩ পেনাল্টি, স্পেন-ব্রাজিল ম্যাচে ৬ গোল

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচে গোলের বন্যা। খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ব্রাজিল (Spain and Brazil…

Spain and Brazil Battle

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচে গোলের বন্যা। খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ব্রাজিল (Spain and Brazil Battle:)। শেষ মুহুর্তে সেলেকাওদার মুখ রক্ষা করেছেন লুকাস পাকুয়েতা।

Advertisements

ঘরের মাঠে স্পেনের তরুণ লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস ব্রাজিলের রক্ষণভাগকে ক্রমে চ্যালেঞ্জ জানিয়েছেন। লামিনকে আটকাতে গিয়ে নিজেদে বক্সে ফাউল করে বসে ব্রাজিল। স্পেনের পক্ষে পেনাল্টি। রাইট উইংয়ে জোয়াও গোমেসের চ্যালেঞ্জ থেকে পেনাল্টি আদায় করে নেন ১৬ বছর বয়সী ইয়ামাল।
স্পেন অধিনায়ক রদ্রি স্পট কিক থেকে এগিয়ে দেন স্পেনকে।

বিজ্ঞাপন

৩৬ মিনিটে দানি ওলমো দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে পরাস্ত করে টপ কর্নারে স্পেনের হয়ে লিড করেন দ্বিগুণ। বিরতির আগে গোলরক্ষক উনাই সিমনের ভুলে ব্যবধান কমান ব্রাজিলের রদ্রিগো। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে সমতা ফেরান সেলেকাও ইয়ং স্টার এনড্রিক। বিরতির পর ম্যাচের উত্তেজনা ক্রমে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ফাউলের সংখ্যা।

৮৬ মিনিটে আরও একটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের পর স্পেন এগিয়ে গিয়েছিল ম্যাচে। রেফারির এই সিদ্ধান্ত দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তা কর্মীদের।

যোগ করা সময়ের পাঁচ মিনিটের মাথায় গ্যালেনোকে বক্সের ভেতর ফাউল করে স্পেন। ব্রাজিল আবারও সমতায় ফেরে। ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ।

ব্রাজিলিয়ান টেলিভিশন স্টেশন গ্লোবোকে এনড্রিক বলেছেন, ‘আমরা সব সময় জিততে চাই। আমরা ব্রাজিল এবং আমাদের ঐতিহ্যকে সম্মান জানাতে সব সময়ই জিততে হবে।’