UEFA Nations League: ড্রতে শেষ স্পেন-পর্তুগাল লড়াই, পরিবর্ত হিসাবে নেমে ব্যর্থ রোনাল্ডো

Spain 1-1 Portugal স্পেন-পর্তুগাল ম্যাচ দিয়ে ঢাকে কাঠে পড়ল উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League)। তবে হার-জিত নয়, উদ্বোধনী ম্যাচ শেষ হল ১-১ গোলের ড্র…

Spain-Portugal match

short-samachar

Spain 1-1 Portugal
স্পেন-পর্তুগাল ম্যাচ দিয়ে ঢাকে কাঠে পড়ল উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League)। তবে হার-জিত নয়, উদ্বোধনী ম্যাচ শেষ হল ১-১ গোলের ড্র দিয়েই। প্রথমে গোল করে স্পেন এগিয়ে গেলেও, তা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে পর্তুগাল সমতায় ফেরে। শেষ পর্যন্ত অমীমাংসিত ভাবেই শেষ হয় হাইভোল্টেজ লড়াই।

   

লিগ এ-র দ্বিতীয় গ্রুপে রয়েছে স্পেন এবং পর্তুগাল। তাদের সঙ্গে বাকি দুটি দল হল চেক প্রজাতন্ত্র এবং সুইৎজারল্যান্ড। ইনজুরির কারণে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে স্পেনের বিরুদ্ধে তিনি প্রথম একাদশে থাকবেন বলেই আশা করেছেন সকলে। কিন্তু তা হয়নি। প্রথম ম্যাচে রোনাল্ডোকে পুরো সময় খেলিয়ে ঝুঁকি নিতে চাননি ফার্নান্দো স্যান্টোস।

এদিকে, গতবার নেশন্স কাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্পেনকে। এবার তাই খালি হাতে ফিরতে নারাজ লুইস এনরিকের শিষ্যরা। সেই লক্ষ্যে এদিন শুরু থেকে আক্রমণের পত বেছে নেয় স্প্যানিশ আর্মাডা। একেবারে পর আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে পর্তুগিজদের ডিফেন্সে। ২৫ মিনিটের মাথায় পর্তুগালের গোমলমুখ খুলে ফেলেন আলভারো মোরাতা। দারুণ এক আক্রমণ এবং সেইসঙ্গে পর্তুগাল ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে পাবলো সারাবিয়ার ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেন জুভেন্তাসের এই ফরোয়ার্ড।

গোল পাওয়ার পরও অবশ্য আক্রমণ বজায় ছিল স্পেনের। কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় তাদের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উলট-পূরাণ। ডিফেন্সের খোলসে মুড়ে যাওয়া স্প্যানিয়ার্ডদের চেপে ধরে পর্তুগাল। কিন্তু হাজার চেষ্টা করেও গোলের দেখা মিলছিল না কিছুতেই। বাধ্য হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠে নামান পর্তুগিজ কোচ। কিন্তু বাকি সময় স্পেনের গোল লক্ষ্য করে একটিও শট নিতে পারেননি সিআর সেভেন। উলটে পরিবর্ত হিসাবে নামা রিকার্ডো হোর্তা ম্যাচের রঙ পালটে দেন। ৮২ মিনিটের মাথায় জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে দারুণ গোল করে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত এই ১-১ গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচ।