আরও একটা সই সংবাদ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার অনেকে দাবি করেছিলেন আগামী মরসুমের জন্য সৌভিক দাসকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal )। কিন্তু ২৪ ঘণ্টা গড়াতে না গড়াতেই অন্য খবর পাওয়া যাচ্ছে।
সৌভিক দাসকে নিশ্চিত করার খবরে আলোচনা শুরু হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। অনেকেই খুশি হয়েছিলেন। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। কারণ ফুটবল মহলের একাংশের মতে, সই এখনও হয়নি। ইস্টবেঙ্গল এই তরুণ বাঙালি ফুটবলারকে দলে নেওয়ার খুব কাছে হয়তো রয়েছে। কিন্তু চূড়ান্ত সই এখনও হয়নি।
সৌভিকের উত্থান গোয়ার এক ক্লাবের হাত ধরে। স্পোর্টিং গোয়া থেকে তাঁর যুব কেরিয়ারের শুরু। সিনিয়র কেরিয়ারে তিনি খেলেছেন রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে। সেখানে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন এবং তাঁর নামের পাশে গোলও রয়েছে। পাঞ্জাবের এই দলটির হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সৌভিকের।
রাউন্ড গ্লাসের পর ২০২১ সালে সুদেভা দিল্লিতে সই করেছিলেন এই বঙ্গ তনয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে মাঝমাঠে খেলা তৈরি করতে সাহায্য করেছিলেন। সৌভিকের খেলা ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছিল।
সৌভিক মতো আরও এক খেলোয়াড়কে নিয়ে জল্পনা চরমে উঠেছিল। কিছু দিন আগে অনেকে দাবি করেছিলেন স্প্যানিশ উইঙ্গার আরিদাই ক্যারবেরাকে ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে। এমন খবর চাউর হওয়ার কিছু পরেই কেউ কেউ বলতে শুরু করেন, তিনি এখনও নিশ্চিত নন। কথাবার্তা চলছে।