World Cup: বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাড়ি ফিরে গেলেন দলের অধিনায়ক

আইসিসি বিশ্বকাপ (World Cup) শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ অক্টোবর। প্রথম দিন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। কয়েকজন বাদে…

Temba Bavuma

আইসিসি বিশ্বকাপ (World Cup) শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ অক্টোবর। প্রথম দিন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। কয়েকজন বাদে অংশগ্রহণকারী ১০টি দলের খেলোয়াড় এবং বাকি সদস্যরা বর্তমানে ভারতে রয়েছেন। অনুশীলন ম্যাচগুলোও শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। কিন্তু এরই মধ্যে বড় ধরনের ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা ভারতে আসার পর হঠাৎ করেই দেশে ফিরে ছেন। তার ফিরে যাওয়ার কারণ পরিষ্কার না হলেও পারিবারিক কিছু কারণে তাকে চলে যেতে হয়েছে বলে মনে করা হচ্ছে।  তেম্বা বাভুমা আর তার দলের হয়ে অনুশীলন ম্যাচ খেলতে পারবেন না। তবে বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা দল যখন নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে, ততক্ষণে তিনি ফিরে আসবেন।

   

আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ সূচিতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে।ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু কোনো কারণে যদি তিনি ফিরতে না পারেন, তাহলে সমস্যায় পড়তে পারে দল। আপাতত অনুশীলন ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব নিতে দেখা যেতে পারে এইডেন মার্করামকে। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

অস্ট্রেলিয়া দলের জন্যও দুঃসংবাদ রয়েছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার অন্যতম সেরা খেলোয়াড় অ্যাশটন অ্যাগার বিশ্বকাপে খেলতে পারবেন না। শারীরিক সমস্যার কারণে তিনি বাড়ি ফিরছেন। তার জায়গায় হয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াডে কোন খেলোয়াড় আসবেন তা এখনও জানা যায়নি। শুধু অস্ট্রেলিয়া ই নয়, আরও কিছু দল তাদের স্কোয়াডে সামান্য পরিবর্তন আনতে পারে। কিন্তু সব মিলিয়ে যে দুই ক্রিকেটার নিজ নিজ দেশে ফিরছেন, তাকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার জন্য সুসংবাদ বলা যাবে না।