India vs South Africa: সিরিজের মাঝপথেই বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, ছিটকে গেলেন এই তারকা

outh African cricketer Quinton de Kock

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (India vs South Africa) শুরুটা বেশ ভালোই করেছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে প্রোটিয়া বাহিনী। দিল্লির পর কটকেও টিম ইন্ডিয়াকে দুরমুশ করেছে তারা। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে মিলার-রাবাডারা।

Advertisements

কিন্তু সিরিজের মাঝপথেই বড় ধাক্কা খেল প্রোটিয়া শিবির। ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন কুইন্টন ডি কক। প্রথম ম্যাচে নেমে হাতে চোট পেয়েছিলেন এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেই চোট এতটাই গুরুতর ছিল যে, কটকে দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া হেনরিক ক্লাসেন অবশ্য একার হাতে গুঁড়িয়ে দিয়েছেন পন্থদের। তবে ম্যাচ শেষে জানা গিয়েছে, ডি কককে আর খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। 

Advertisements

সামনেই ইংল্যান্ড সফর। সেখানে অভিজ্ঞ কুইন্টন ডি ককের সার্ভিস প্রয়োজন প্রোটিয়া শিবিরের। তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এই সিরিজের বাকি তিনটি ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবারই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া প্রোটিয়া ব্রিগেড।