ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশ হলেন টাইগার্সরা

পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বক্রিকেটে নিজেদেরকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছিল বাংলাদেশ। তবে এই মুহূর্তে ক্রমতালিকায় ৭ নম্বরে থাকা পাকিস্তানকে হারানো আর প্রথম পাঁচের মধ্যে থাকা…

South Africa Secures Test Series Whitewash as Bangladesh Crumbles Under Pressure Again

পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বক্রিকেটে নিজেদেরকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছিল বাংলাদেশ। তবে এই মুহূর্তে ক্রমতালিকায় ৭ নম্বরে থাকা পাকিস্তানকে হারানো আর প্রথম পাঁচের মধ্যে থাকা দেশগুলিকে হারানো যে একই ব্যাপার নয় তা হয়তো বুঝতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তাই প্রথমে ভারতে খেলতে এসে স্পিন জাদুতে নাস্তানাবুদ হয়ে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিলেন শান্ত এন্ড কোম্পানি। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে পরে পরস্পর দুটি টেস্ট ম্যাচ হেরে ফের হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়তে হল টাইগার্সদের (BAN vs SA, 2nd Test Day 3 Highlights)।

আফ্রিকান পেসার কাগিসো রাবাডার পারফরম্যান্সের সৌজন্যে মিরপুরে খুব তাড়াতাড়িই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মিরপুর টেস্টে হারের পর চট্টগ্রামেও একই চিত্র। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। এছাড়াও এই টেস্টে ফলো অনের বোঝা কাঁধে নিয়ে রেকর্ড ২৭৩ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ যা তাঁদের ইতিহাসের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। এই টেস্টেও ব্যাট ও বল হাতে পুরো ম্যাচজুড়েই ছিল ব্যর্থতার ছাপ, শুধুমাত্র মুমিনুল হকের ৮২ রান এবং তাইজুল ইসলামের ৫ উইকেট ছাড়া বাংলাদেশ দলকে বলার মতো আর কিছু করতে পারেনি।

   

এদিন দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায়, ফলে ফলো-অন দিয়ে দেন অধিনায়ক মাৰ্করাম। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৩৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ শেষ দিন সকালে আর ১২১ রান যোগ করতেই গুটিয়ে যায়। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস, যার ফলে বাংলাদেশকে এক ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

গোয়েঙ্কা নন, জাহির খানের পরামর্শেই রিটেন করা হচ্ছে না রাহুলকে

বাংলাদেশী বোলারদের মধ্যে তাইজুল ৫ উইকেট নিলেও, ঘরের মাঠে বেধড়ক মার্ খেয়েছেন হাসান- মিরাজ- মোমিনুলরা। এদিন ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার টেল-এন্ডার ব্যাটসম্যানরাও ফিফটি ও সেঞ্চুরি তুলে নেন। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে শতরান করেন ওয়াইয়ান মুলদার। কিন্তু টাইগারদের ব্যাটিং অর্ডার যেন বিপরীতেই ছিল। প্রথম ইনিংসে ৮ জন ব্যাটসম্যান এক অঙ্কের ঘরে আউট হন, দ্বিতীয় ইনিংসেও একই ধারায় চলতে থাকে ব্যর্থতার প্রতিযোগিতা। বাংলাদেশের ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে হোয়াইটওয়াশের গ্লানি এড়ানো আর সম্ভব হয়নি।

রুতুরাজ নয় ধোনির পরিকল্পনায় এই তারকাকেই অধিনায়কের দায়িত্ব দিতে চলেছে চেন্নাই

উল্লেখ্য বিষয় হল এই সিরিজ জিতে (BAN vs SA, 2nd Test Day 3 Highlights) রাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। এবার আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির দিকেই লক্ষ্য রাখছে তাঁরা। কারণ যদি অস্ট্রেলিয়া সেই সিরিজে ভারতকে হারিয়ে দিতে পারে তাহলেই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোনও অসুবিধা হবে না তাঁদের।