East Bengal : হাবাসকে কোচ হওয়ার প্রস্তাব ইস্টবেঙ্গলের

Antonio Lopez Habas, renowned football coach, standing on the sidelines of a football field

নতুন মরশুম শুরু হওয়ার আগে ফের ভেসে উঠল অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল অভিজ্ঞ এই কোচকে নিয়োগ করতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। যার মধ্যে ইস্টবেঙ্গল (East Bengal) রয়েছে বলে খবর।

জানা গিয়েছে যে লোপেজ হাবাসকে নিয়োগ করতে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব। দল গঠনের পাশাপাশি লাল হলুদ শিবিরকে কোচ নিয়োগ করতে হবে। ভারতের মাটিতে অন্যতম সফল কোচ হাবাস। তাই তাঁর ভারতে ফেরার জল্পনা দীর্ঘ দিন ধরেই চলছে।

   

এটিকে মোহন বাগান সহ লিগের হাতে গোনা কয়েকটি দলে কোচ নিশ্চিত হয়েছে। বেশিরভাগ দলে নতুন কোচ নিয়োগ করা হবে। এই পরিস্থিতিতে উঠে এসেছে হাবাসের নাম।

এটিকে এবং এটিকে মোহন বাগানের প্রাক্তন এই কোচ ছাড়াও ভারতীয় ফুটবল মহলে সম্প্রতি একাধিক কোচের নাম ঘুরপাক খাচ্ছে। এলকো সাতরি, অ্যালবার্ট রোকা প্রমূখ দুই নাম। এর মধ্যে এলকো ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের একটি ক্লাবে ইন্টারভিউ দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর ফুটবল দর্শন সেই ক্লাব কর্তাদের বেশ ভালো লেগেছিল বলেই খবর। অন্য দিকে রোকা, হাবাস দুজনেই পোড়খাওয়া কোচ। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুরোটাই জল্পনার পর্যায়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন