দলবদলের মরশুমে চাঞ্চল্যকর খবর। দিয়েগো কোস্তাকে দলের নেওয়ার চেষ্টা করেছিল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)।
আন্তর্জাতিক ফুটবল মহলে দিয়েগো কোস্তার নাম সর্বজন বিদিত। নিজের সেরা সময়ে খেলেছেন নামীদামি সব ক্লাবে। ফুটবল প্রেমীরা এক ডাকে চেনেন তাঁকে। এমন একজনকে দলে নেওয়ার চেষ্টা করেছিল কলকাতার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি এমনটাই সূত্রের খবর।
ব্রাজিল এবং স্পেনের জাতীয় দলে খেলেছেন । স্পেনের হয়ে চব্বিশ ম্যাচে করেছেন দশ গোল। আকর্ষণীয় তাঁর ক্লাব ফুটবল কেরিয়ার। ২০১০-১৪ মরশুমে অ্যাথেলেটিকো মাদ্রিদের হয়ে ৯৪ ম্যাচ খেলে করেছিলেন ৪৩ বল। চেলসির হয়ে মাঠে নেমেছিলেন ২০১৪-১৭ মরশুমে। ফের গিয়েছিলেন অ্যাথেলেটিকো মাদ্রিদে।
দিয়েগোর বয়স এখন ৩৩। পড়তির দিকে ফর্ম। কিন্তু কথায় রয়েছে, ক্লাস পার্মানেন্ট। তাই তাঁকে নেওয়ার জন্য সবুজ মেরুন ব্রিগেড চেষ্টা করেছিলেন বলে সূত্রের খবর। তিনি এখনই ভারতে আসতে রাজি নন।