ফের আইপিএলের (IPL) ম্যাচ হবে ইডেনে। আগামী 24 এবং 25 মে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ ৷ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের ব্যবস্থাপনা দেখে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ।
Advertisements
ইডেনের পাশাপাশি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও অনুশীলন করবে দলগুলো। 20 তারিখ থেকে দলগুলো অনুশীলনে নেমে পড়বে বলে জানা গিয়েছে। প্লে অফ ম্যাচের টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে । 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা এবং 3000 টাকার টিকিট রয়েছে ।
Advertisements
এদিন সৌরভের সঙ্গে ইডেন পরিদর্শনের সময় ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সময়ের আগেই সবকিছু সুষ্ঠভাবে শেষ হবে বলে জানিয়েছেন অভিষেক ডালমিয়া। আইপিএলের প্লে অফ ম্যাচে পাঁচশো টাকার টিকিট হবে কিনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


