Brahmos Missile: চিন-পাকিস্তানের আতঙ্ক বাড়িয়ে সুখোই থেকে গর্জে উঠল ব্রহ্মস

মিসাইল উৎক্ষেপণে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার ব্রহ্মস (Brahmos Missile) সুপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বর্ধিত সংস্করণ একটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধ বিমান থেকে সফলভাবে…

মিসাইল উৎক্ষেপণে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার ব্রহ্মস (Brahmos Missile) সুপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বর্ধিত সংস্করণ একটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধ বিমান থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ” সুখোই বিমান থেকে উৎক্ষেপণটি পরিকল্পনা মাফিক করা হয়েছিল এবং ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগর অঞ্চলে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে।”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ২.৮ মাচ বা শব্দের চেয়ে প্রায় তিনগুণ গতিতে উড়ে যায়। ক্ষেপণাস্ত্রটির উন্নত সংস্করণের পরিসীমা মূল ২৯০ কিলোমিটার থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে বলে জানা গেছে।

এসইউ-৩০এমকেআই বিমান থেকে ক্ষেপণাস্ত্রটির এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণের এটিই প্রথম ঘটনা। এসইউ-৩০এমকেআই বিমানের উচ্চ পারফরম্যান্স প্রতিরক্ষা মন্ত্রককে যথেষ্ট স্বস্তি দিয়েছে তা বলাই বাহুল্য। যুদ্ধ ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র শত্রুদের ভয় ধরাতে যথেষ্ট বলে মনে করছে বিশিষ্ট মহল।

 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারতীয় নৌবাহিনী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি জাহাজ-বিধ্বংসী সংস্করণের সফল পরীক্ষা চালায়।