Sourav Ganguly : CAB সভাপতি হচ্ছেন ‘দাদা’, সৌরভ ছাড়াও বাকি পদে কারা?

অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার, ফের ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বলা ভালো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) মসনদে বসবেন তিনি।…

Sourav Ganguly set to return as CAB President

অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার, ফের ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বলা ভালো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) মসনদে বসবেন তিনি। চলতি মাসেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ে নেতৃত্বাধীন সিএবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে, আগামী সভাপতি (CAB President) হচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি পুনরায় সিএবির সর্বোচ্চ পদে বসতে চলেছেন।

৫ আগস্ট সিএবির অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ নিজেই জনাইয়েছিলেন, ‘‘আমি এ বার সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি।’’ তাঁর এই ঘোষণার পর থেকেই জল্পনা তুঙ্গে, ফের একবার ‘মহারাজ’ নেতৃত্বেই চলবে বাংলা ক্রিকেট।

   

হাইভোল্টেজ ম্যাচে ফিরছেন আর্শদীপ, বাদ পড়ছেন তারকা! রইল ভারতের সম্ভাব্য একাদশ

জাতীয় ক্রীড়া বিল এখনও কার্যকর না হওয়ায় লোধা কমিটির সুপারিশ মেনেই নির্বাচন হবে বলে জানা গিয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেদিনই সৌরভ-সহ নতুন কমিটির প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন বলে সিএবি সূত্রে খবর। যদিও সভাপতির পদে কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও বাকি পদগুলিতে লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে যে কমিটি গঠিত হতে চলেছে, তাতে বেশ কয়েকটি পরিচিত মুখের নাম ঘোরাফেরা করছে। সম্ভবত সচিব পদে বাবলু কোলে, যুগ্ম সচিব পদে সঞ্জয় দাসের নাম প্রায় নিশ্চিত। সহ-সভাপতির জন্য অনু দত্ত অথবা সুব্রত দত্তের মধ্যে যেকোনো একজন দায়িত্ব পেতে পারেন। কোষাধ্যক্ষ পদে প্রসেনজিৎ ব্যানার্জী এবং শ্রীমন্ত মল্লিক কিংবা সুবীর গঙ্গোপাধ্যায়ের পুত্রের নাম উঠে আসছে।

Advertisements

তবে এসব নাম এখনও গুঞ্জন হিসেবেই রয়েছে। চূড়ান্ত তালিকা মনোনয়ন জমা দেওয়ার পরেই স্পষ্ট হবে। সিএবির (CAB) বার্ষিক সাধারণ সভা ২২ সেপ্টেম্বর, সেদিনই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দল, অন্যদিকে অভিষেক ডালমিয়ার গোষ্ঠী। যদিও প্রকাশ্যে কোনও বিরোধিতা নেই, তবুও অভ্যন্তরীণ প্রতিযোগিতা যে রয়েছে তা অস্বীকার করা যাচ্ছে না। অভিষেক নিজে কেন এবার সক্রিয় নন, সেটাও একাধিক মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে সিএবিতে ফের সৌরভের প্রত্যাবর্তন মানেই যে বাংলা ক্রিকেটে নতুন দিশা ও নেতৃত্বের প্রতিচ্ছবি দেখা যাবে, তা নিয়ে সংশয় নেই কোনও মহলে। এখন দেখার, বাকিদের মধ্যে কারা কারা জায়গা করে নেন সৌরভের ‘নতুন টিমে’।

Sourav Ganguly set to return as CAB President