Sourav Ganguly : ক্রিকেট থেকে বিদায় নিলেন সৌরভ

ক্রীড়া দুনিয়ায় চাঞ্চল্যকর খবর। ক্রিকেট থেকে নিজেকে একেবারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুধবার বিকেলে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নিজে।…

Sourav Ganguly

ক্রীড়া দুনিয়ায় চাঞ্চল্যকর খবর। ক্রিকেট থেকে নিজেকে একেবারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুধবার বিকেলে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নিজে।

সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ” ১৯৯২ থেকে ২০২২ সাল, টানা ৩০ বছর ক্রিকেটের সঙ্গে আমি যুক্ত। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে বড় বিষয়, আপনাদের সমর্থন আমি পেয়েছি। যারা আমার সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সেই সকলকে মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই ‘, বলছেন সৌরভ।

শোনা যাচ্ছিল এবার আইসিসির দায়িত্ব পেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বুধবার বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তিনি এবার রাজনীতিতে প্রবেশ করছেন। তাঁর ট্যুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।

Advertisements

গত মাসেই দুই দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেবার সৌরভের বাড়িতে বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তিনি। তখন থেকে শোনা যাচ্ছিল গঙ্গোপাধ্যায় কোনও এক সদস্য রাজ্যসভার পদ পেতে পারেন। তবে সেটাই সত্যি হতে পারে। এবার কি বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি মনোনিত সদস্য হিয়াবে বাংলা থেকে মনোনিত হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? 

সম্প্রতি রাজ্যসভার প্রার্থী হিসাবে মেয়াদ শেষ হচ্ছে স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়ের। বিজেপি সূত্রে খবর, স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের হাসক দলের। দ্বিতীয় নাম উঠে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম। এবার কী তবে প্রাক্তন অধিনায়ককে রাজ্যসভায় এনে বিড়াত চমক দিতে চায় বিজেপি? জল্পনা তুঙ্গে।