এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। তবে মাঠে নামার আগে থেকেই ম্যাচের ফলাফলের ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “যতবার খেলা হবে, ততবারই ভারত জিতবে।” আর বাস্তবে সেটাই ঘটল। পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।
Asia Cup 2025 : টক্কর দিতে পারত ভারতকে! এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বিধ্বংসী বোলার
এই জয় শুধুই আরেকটি ম্যাচজয় নয়, বরং সাম্প্রতিক ভারত-পাক দ্বৈরথের ধারাবাহিকতাকেই যেন আবার প্রমাণ করে দিল। ম্যাচের পর সৌরভ বলেন, “এই পাকিস্তান দল ওয়াসিম আক্রম বা জাভেদ মিয়াঁদাদের যুগের দল নয়। ভারত এখন অনেক এগিয়ে রয়েছে। কালকের ম্যাচে আমরা সেটাই দেখেছি।”
ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন কুলদীপ যাদব, যাঁর স্পিনের সামনে কার্যত নাস্তানাবুদ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। অন্যদিকে ব্যাট হাতে দাপট দেখান অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবরা। শাহিন শাহ আফ্রিদির মতো বোলারদের বলকেও অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠান তাঁরা। সব মিলিয়ে একপেশে ম্যাচেই জয় নিশ্চিত করে ভারত।
Sourav Ganguly : পুজোর আগে চমকে দিলেন CAB হবু সভাপতি! ‘সৌরাগ্য’ নিয়ে হাজির সৌরভ
সৌরভ বলেন, “শেষ পাঁচ বছরে পাকিস্তান ক’টা ম্যাচে ভারতকে হারিয়েছে? মাত্র দুটি, তাও টি-টোয়েন্টি ফরম্যাটে। একবার ২০২১ সালে, আরেকবার ২০২২। ওরা যাই বলুক না কেন, ধারাবাহিকতায় ভারতের ধারে কাছেও নেই পাকিস্তান।” তাঁর মতে, এখন ভারত-পাকিস্তান ম্যাচ যতটা না ক্রিকেটীয় লড়াই, তার চেয়ে অনেক বেশি বাইরের উত্তেজনার খেলা।
বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ফুটবল উদাহরণ টেনে বলেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একসময় ছিল দাপুটে দল। এখন ম্যাঞ্চেস্টার সিটির কাছে বারবার হারছে। ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রেও একই চিত্র। এখন ভারত অনেক বেশি পরিণত, টেকনিক্যালি ও মানসিকভাবে এগিয়ে।” ভারতের জয়ে উচ্ছ্বসিত সমর্থকরাও। তাঁদের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন অধিনায়কের এই আত্মবিশ্বাসী কথাগুলি দলের মনোবল বাড়ায়।
Mohun Bagan SG : যুবভারতীতে ACL টুতে মিশন শুরু বাগানের, অনিশ্চিত এই ফুটবলার! জানালেন মোলিনা
VIDEO | On India-Pakistan handshake row, former India captain Sourav Ganguly says, “You need to ask the captain Surya about that (not shaking hands with Pakistani players) and I really don’t have any answer that.”
He added, “I said that yesterday that Pakistan is no match, I say… pic.twitter.com/IvRQYzou2h
— Press Trust of India (@PTI_News) September 15, 2025
Sourav Ganguly prediction on India vs Paksitan every match India wins Asia Cup 2025 analysis