শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ, এমনই দুই নাম যারা আজকাল শিরোনামে রয়েছেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে তাদের বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার আইয়ার ও কিষাণকে নিয়ে জয় শাহ ও রজার বিনিকে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সম্প্রতি একটি সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে বিসিসিআই সচিব জয় শাহ, বর্তমান সভাপতি রজার বিনিকে কিছু উপদেশ দিয়েছেন ‘মহারাজ’।
সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে বলেছেন, ‘বিসিসিআই সচিব জয় শাহ, বর্তমান সভাপতি রজার বিনি এবং নির্বাচকদের উচিৎ তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা। দীর্ঘদিন ধরে রঞ্জি ট্রফি এবং ওয়ানডে ক্রিকেট খেলছেন, এর ফলে কি কোনও সমস্যা হয়েছে? তা নয়।’
এদিকে, শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে বিসিসিআইয়ের কাছ থেকে কেন্দ্রীয় চুক্তি না পাওয়া নিয়ে সৌরভের মতামত জানতে চাওয়া হয়েছিল। সৌরভ জানিয়েছেন, ‘আমার মতে, সম্ভবত এই প্রথম কোনো খেলোয়াড় লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলেনি বা প্রত্যাখ্যান করেছে। সব দিক থেকে চাপমুক্ত হলে সবাই রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলেছে। আশা করি বিসিসিআই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
গত বছর ভারতের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া সত্ত্বেও আইয়ার ও কিষাণকে বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে বিসিসিআই। কিষাণ শেষবার ২০২৩ সালের নভেম্বরে ভারতের হয়ে খেলেছিলেন। আইয়ার ভাইজাগে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। অন্য এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘কিষাণ ও আইয়ারের ব্যাপারে বিসিসিআইয়ের সিদ্ধান্ত সঠিক।’ আইয়ার গ্রেড বি চুক্তির অংশ ছিলেন। কিষাণ গত মরসুমে ছিলেন গ্রেড সি তালিকায়।