Sourav Ganguly: ইডেনে লেজেন্ডস লিগের ম‍্যাচে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়

দীর্ঘ দশ বছর বাদে ইডেনে খেলতে নামার কথা ছিলো বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । লেজেন্ডস লিগের ম‍্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব…

Sourav Ganguly: ইডেনে লেজেন্ডস লিগের ম‍্যাচে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়

দীর্ঘ দশ বছর বাদে ইডেনে খেলতে নামার কথা ছিলো বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । লেজেন্ডস লিগের ম‍্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিলো তার ।

বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো দাদা’কে আরেকবারের মতো মাঠে দেখার । ১৬ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা সেই ম‍্যাচ’কে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছিল সর্বত্র । প্রসঙ্গত, সেই ম‍্যাচের পর আরও দুটো ম‍্যাচ ছিলো ইডেনে । ইতিমধ্যে ম‍্যাচের টিকিট কে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ অন‍্য মাত্রা ছুঁয়েছে ।

এতোদিন পর ফের মাঠে নামবেন ভেবে সৌরভ নিজেও উত্তেজিত ছিলেন । জিমে প্রস্তুতি নিচ্ছিলেন । খুব শীঘ্রই অনুশীলনে নামতেন । কিন্তু সদ‍্য আসা খবর শুনলে হতাশ হতে হবে শহরবাসী’কে । শেষ পাওয়া খব‍র অনুযায়ী কোনও এক অজ্ঞাত কারণে এই ম‍্যাচে খেলবেন না সৌরভ।

Advertisements

বহুদিন বাদে শেহবাগ, কাইফের মতো তারকা ক্রিকেটার’দের নেতৃত্ব দিতে দেখা যেতো সৌরভ’কে।অর্থাৎ একটা রিইউনিয়ন দেখার সুযোগ পেতো ক্রিকেট প্রেমীরা।কিন্তু কলকাতা বাসী সেই সুযোগ থেকে এবার বঞ্চিত হলো বলা চলে । প্রিয় দাদা না খেলায় এই ম‍্যাচ নিয়ে আগ্রহ কমেছে শহরবাসী’র৷