ATK মোহনবাগানের পাখির চোখ কুয়ালালামপুর ম্যাচ

ডুরান্ড কাপ টাইটেলশিপের পারফরর্মেন্স ভুলে শনিবার মোহনবাগান মাঠে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দল এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলো। ফ্লোরেন্টিন পোগবা,প্রীতম কোটাল,…

ATK

ডুরান্ড কাপ টাইটেলশিপের পারফরর্মেন্স ভুলে শনিবার মোহনবাগান মাঠে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দল এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলো। ফ্লোরেন্টিন পোগবা,প্রীতম কোটাল, কিয়ান নাসিরিদের পাখির চোখ এখন যুবভারতী ক্রীড়াঙ্গনে ৭ সেপ্টেম্বরের কুয়ালালামপুর এফসি ম্যাচ। ইতিমধ্যেই এই ম্যাচের অনলাইন টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে।

অনুশীলনে গোটা সবুজ মেরুন শিবিরের ফুটবলারদের হাল্কা মেজাজে দেখা গিয়েছে। স্ট্রেহ্ন এন্ড ফিজিক্যাল ট্রেনিং সেশনের সঙ্গে ম্যাচ সিচুয়েশন অনুশীলনে গা ঘামাতে দেখা গিয়েছে হুয়ান ফেরান্দোর ছেলেদের।গোটা দলের ফোকাস এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ তা বাগান ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে ঝড়ে পড়ছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রতিপক্ষ হিসেবে কুয়ালালামপুর এফসি দল ধারে ভারে কোন অংশেই কম নয় ATK মোহনবাগান থেকে। কুয়ালালামপুর এফসি আসিয়ান জোনাল ফাইনালে পিএসএম মাকাসারের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়লাভ করে শেষ-চার নকআউটে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কেএল সিটি এফসি ১৯৮০’র দশকের শেষের দিকে সবচেয়ে বেশি রুপোর পদক পাওয়া দল, ১৯৮৬ এবং ১৯৮৮ সালে দুবার জাতীয় লীগ জিতেছে। এছাড়াও তারা ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে টানা তিন বছর মালয়েশিয়ান কাপ জিতেছে।

সাম্প্রতিক সময়ে কুয়ালালামপুরের ক্লাব দলটি ২০২১ সালের মালয়েশিয়ান কাপের ফাইনালে জাতীয় চ্যাম্পিয়ন জোহর দারুল তাজিমকে ২-০ গোলে পরাজিত করে দীর্ঘ ৩২ বছর পর ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। কুয়ালালামপুর এফসির বর্তমান কোচ ক্রোয়েশিয়ান বোজান হোডাক দ্ এবং অধিনায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলো জোসুয়ের।

অন্যদিকে,গত বছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে হেরেই গিয়ে ছিটকে যেতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে। এফসি নাসাফের বিরুদ্ধে ৬-০ গোলে হেরে গিয়েছিল প্রীতমরা।

ব্লু-স্টার এসসি এবং আবাহনী ঢাকাকে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে বাগান শিবির। গত মে মাসে গোকুলম কেরালা এফসি’র বিরুদ্ধে ২-৪ গোলে হেরে যায় ATKMB। পরের খেলাতে বসুন্ধরা কিংসকে ৪-০ এবং মাজিয়া এসআরকে দলের বিরুদ্ধে ৫-২ গোলে জিতে এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে গঙ্গা পাড়ের ক্লাব। গ্রুপ পর্ব এবং বাছাই পর্বের ম্যাচগুলি কলকাতাতেই খেলেছে সবুজ মেরুন। আসিয়ান জোনের চ্যাম্পিয়ন হিসেবে কুয়ালামপুরের মুখোমুখি হবে কলকাতার দল।