East Bengal Club : সৌরভের আশ্বাস! ইস্টবেঙ্গলে আশার আলো

এখনও রয়েছে বসুন্ধরা সম্ভাবনা। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশ্বাস দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisements

নববর্ষের দিন সৌরভের সঙ্গে কথা হয়েছিল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। রুদ্ধ দ্বার আলোচনা হয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপর থেকে শুরু হয়েছিল জল্পনা। মনে করা হয়েছিল বিনিয়োগকারী বা ইনভেস্টর প্রসঙ্গে কথা হয়ে থাকতে পারে দুই পক্ষের মধ্যে। কারণ বাংলাদেশে বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তাঁকে পছন্দ করেন।

সূত্র উদ্ধৃত করে এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মহারাজ। স্পনসর প্রসঙ্গে তিনি পাশে থাকার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisements

অপর এক সূত্র মারফত জানা গিয়েছে যে বসুন্ধরা গ্রুপ এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে সম্পর্ক এখনও ভালো জায়গায় রয়েছে। বাংলাদেশী নামী কোম্পানি কলকাতায় বিনিয়োগ করলে ভারত সরকার বা রাজ্য সরকার কারও আপত্তি নেই বলেই অনুমান। পদ্মার ওদিকে হয়তো কিছু অসুবিধা থাকতে পারে। ভারতের বিনিয়োগের ব্যাপারে শেখ হাসিনার সরকার সবুজ সংকেত না দিলে বসুন্ধরার কিছু করার থাকবে না। এদিকে সময় বয়ে চলেছে। তাই অন্যান্য কোম্পানির সঙ্গেও যোগাযোগ রাখছেন লাল হলুদ কর্তারা।