Sourav Ganguly : পুজোর আগে চমকে দিলেন CAB হবু সভাপতি! ‘সৌরাগ্য’ নিয়ে হাজির সৌরভ

পুজোর (Durga Puja 2025) আর গুটি কয়েক দিন বাকি। মর্ত্যে আসতে চলেছেন মা দুর্গা, আর ঠিক তার আগেই বাঙালির আবেগে যুক্ত হল আরেক নতুন নাম…

Sourav Ganguly launches Sauragya fashion brand before Durga Puja 2025 to celebrate bengali tradition style

পুজোর (Durga Puja 2025) আর গুটি কয়েক দিন বাকি। মর্ত্যে আসতে চলেছেন মা দুর্গা, আর ঠিক তার আগেই বাঙালির আবেগে যুক্ত হল আরেক নতুন নাম ‘সৌরাগ্য’ (Sauragya)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সোমবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নিজের জামাকাপড়ের নতুন ব্র্যান্ড ‘সৌরাগ্য’। বাঙালির পরম উৎসবের মরসুমে বাঙালিয়ানা (Bengali Tradition) পোশাকের এই ব্র্যান্ড এক নতুন ধারা নিয়ে হাজির।

Mohun Bagan SG : যুবভারতীতে ACL টুতে মিশন শুরু বাগানের, অনিশ্চিত এই ফুটবলার! জানালেন মোলিনা

   

কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নিজের ব্র্যান্ডের পোশাক পরে র‍্যাম্পে হাঁটলেন ‘দাদা’ নিজেই। সাদা পাঞ্জাবি আর অফ হোয়াইট পায়জামার সাদামাটা অথচ আকর্ষণীয় সাজে সৌরভ যেন ফিরিয়ে আনলেন বাঙালির ঐতিহ্য। ‘সৌরাগ্য’র মাধ্যমে শুধু এক নতুন ফ্যাশন ব্র্যান্ড নয়, বাঙালিয়ানার আত্মপরিচয়ের এক আধুনিক রূপ তুলে ধরার চেষ্টা করলেন তিনি।

সৌরভ জানান, “আমি নিজে ধুতি পরি না, সেটা শুধুমাত্র বিয়ের সময় আর কিছু বিশেষ উপলক্ষে পরেছি। আমার সবচেয়ে পছন্দের পোশাক পাঞ্জাবি-পায়জামা। সেই ভাবনাই ‘সৌরাগ্য’তে প্রতিফলিত হয়েছে। এই ব্র্যান্ডে আমরা এমন ডিজাইন রাখছি যা আধুনিক অথচ ঐতিহ্যবাহী। দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে।”

পুজোর আগে শহর জুড়ে যখন কেনাকাটার ধুম, তখন ‘সৌরাগ্য’ দিচ্ছে এক নতুন বিকল্প। ব্র্যান্ডের লক্ষ্য, এমন ফ্যাশন তৈরি করা যা শুধুমাত্র উৎসব নয়, বাঙালির দৈনন্দিনতায়ও জায়গা করে নিতে পারে। সৌরভ আরও জানান, এই পোশাক ডিজাইন এবং প্রোডাকশনে তিনি নিজে যথেষ্ট সময় দিয়েছেন। সঙ্গে রয়েছে ডোনা এবং সানার পরামর্শও।

Sandesh Jhingan Returns: গোয়ার জার্সিতে চনমনে মেজাজে সন্দেশ, নেটমাধ্যমে বিশেষ পোস্ট

Advertisements

অবশ্য অনুষ্ঠানে শুধুই পোশাকের প্রসঙ্গে আলোচনা হয়নি। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সদ্যসমাপ্ত এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ও তার বিতর্কিত পর্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে অভিযোগ করেছে। সৌরভ এই বিষয়ে বলেন, “এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র সূর্যকুমার যাদব দিতে পারবে। আমি প্রথম ১৫ ওভারের পর আর খেলা দেখিনি, টিভি চ্যানেল বদলে ফুটবল ম্যাচ দেখতে শুরু করি। পাকিস্তান আর আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। ওদের সেই আগের নামীদামী খেলোয়াড়ও নেই।” এই মন্তব্য ঘিরে ফের একবার সরগরম ক্রিকেট মহল। তবে সৌরভ বরাবরের মতোই স্পষ্টভাষী। খেলায় রাজনীতি নয়, এমনটাই তাঁর মত।

India Squad: নজর কেড়েছেন ক্লাবে, এবার জাতীয় শিবিরে ডাক পেলেন এই চার ফুটবলার

উল্লেখযোগ্য, উত্তম কুমার পরবর্তী সময়ের সবচেয়ে বড় বাঙালি আইকন হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বহুবার উঠে এসেছে। এবার শুধু ক্রিকেট নয়, ফ্যাশনেও নিজস্ব ধারা তৈরি করতে চলেছেন তিনি। ‘সৌরাগ্য’ শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, এটি বাঙালিয়ানা, আধুনিকতা এবং ঐতিহ্যের সংমিশ্রণ।

Sourav Ganguly launches Sauragya fashion brand before Durga Puja 2025 to celebrate bengali tradition style