Sourav Ganguly: সৌরভই সিএবি সভাপতি, ভোটের আগেই শুভেচ্ছা আসছে

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও সিএবির নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সুর নরম করে এবার সৌরভের সিদ্ধান্তকে স্বাগত জানালেন…

Sourav Ganguly

short-samachar

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও সিএবির নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সুর নরম করে এবার সৌরভের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। মহারাজের সিদ্ধান্তকে স্বাগত জানালেন তিনি।

   

বিসিসিআই পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন বিশ্বরূপ। সৌরভের আন্ডারওয়ারের বিজ্ঞাপন নিয়ে তুলোধনা করেছিলেন তিনি। যদিও এবিষয়ে বিশেষ আমল দেননি সৌরভ৷ পরে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই জানালেন এবার সিএবির নির্বাচন লড়বেন তিনি৷ এরপরেই কার্যত সুর বদল বিশ্বরূপের৷

তিনি বলেন, সৌরভ ক্রিকেট জীবনে জহুরির চোখ দিয়ে একের পর এক প্রতিভাদের তুলে এনেছিলেন, ভারতকে বহু ম্য়াচ জিতিয়েছিলেন, আমরা সেই সৌরভকেই দেখতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিকরণের মধ্যে দিয়ে সৌরভ প্রশাসন জীবন পালন করুক সেটা বাঙালিদের অভিপ্রেত নয়। ক্রিকেটার সৌরভ যেভাবে স্বাধীনচেতা হিসেবে কাজ করেছেন প্রশাসক সৌরভও সেভাবেই কাজ করুক।

উল্লেখ্য, বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দিতেই অনেকেই ভেবেছিলেন এবার আইসিসিতে যাবেন তিনি। পরে সৌরভের ‘আরও বড় পদক্ষেপ’ এর মন্তব্য জল্পনায় ঘৃতাহুতি দিয়েছিল। কিন্তু সেটা না করে জগমোহনের পথ অনুসরণ করলেন তিনি৷ ফিরে এলেন সিএবিতেই। অভিষেক ডালমিয়ার মেয়াদ শেষ হয়ে আসছে। তিনি আইপিএলের গভর্নিং কাউন্সিল কমিটিতে জায়গা পেয়েছেন। তাই সিএবি দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরত এলে অবাক করার কিছু থাকবে না