Sourav Ganguly : ‘ব্রাত্য বাঙালি’ ঋদ্ধিমান প্রসঙ্গ এড়িয়েই গেলেন সৌরভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক রান করেও জাতীয় দলে ডাক পাননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বাংলার ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, ‘কেন?’ ঋদ্ধিমান কেন বাদ এই একই প্রশ্ন…

Sourav Ganguly : 'ব্রাত্য বাঙালি' ঋদ্ধিমান প্রসঙ্গ এড়িয়েই গেলেন সৌরভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক রান করেও জাতীয় দলে ডাক পাননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বাংলার ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, ‘কেন?’ ঋদ্ধিমান কেন বাদ এই একই প্রশ্ন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) করা হয়েছিল।

কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল প্লে-অফের ম্যাচ। শনিবার কালবৈশাখীর পরেও মাঠে ছুটে এসেছিলেন তিনি। ফলত ক্রোড়পতি লিগ ম্যাচের গুরুত্ব কতোটা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দুর্যোগ কাটিয়ে ভালো আছে ইডেন উদ্যান। মাঠ কর্মীদের কাজে খুশি মহারাজ।

সৌরভ যখন ইডেনে তখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল ঋদ্ধিমান সাহা প্রসঙ্গে। আইপিএলে ভালো খেলার পরেও কেন তাঁকে জাতীয় শিবিরে ডাকা হল না? এ ব্যাপারে মুখে এক প্রকার কুলুপ এঁটেছেন ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার সভাপতি। বস্তুত তিনি এড়িয়ে গিয়েছেন ঋদ্ধিমান প্রসঙ্গ।

Advertisements
Wriddhiman Saha
ইডেন উদ্যানে অনুশীলনের সময় ঋদ্ধিমান সাহা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দল গঠন মেনে নিতে পারছেন না বাংলার ক্রিকেট প্রেমীরা। কারণ দলে নেই ঋদ্ধিমান সাহা। চলতি আইপিএলে ধারাবাহিক রান পেয়েছেন তিনি। সমালোচনার জবাব দিয়েছেন ব্যাটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে এখনও পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন। মোট রান ৩১২।