HomeSports Newsআইপিএল ফাইনাল প্রসঙ্গে 'মহারাজের' মন্তব্যে আশার আলো

আইপিএল ফাইনাল প্রসঙ্গে ‘মহারাজের’ মন্তব্যে আশার আলো

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ ফাইনাল নিয়ে জল্পনা তুঙ্গে। সূচি অনুযায়ী, চলতি বছরের ২৫ মে ইডেন গার্ডেন্সেই ফাইনাল হওয়ার কথা ছিল। পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ারও হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং কিছু প্রশাসনিক জটিলতার কারণে বদলে যেতে পারে সেই পরিকল্পনা। তবে এই জল্পনার মধ্যেই আশার বাণী শুনিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মতে, এখনও ইডেন থেকে ফাইনাল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি চূড়ান্ত নয় এবং CAB (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সঙ্গে বোর্ডের সম্পর্ক যথেষ্ট ভাল, যার ফলে ফাইনাল কলকাতাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন উঠে এল ফাইনাল সরানোর প্রসঙ্গ?
গত কিছুদিনে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারিয়েছেন। এরপর ভারতীয় সেনা সফল ‘অপারেশন সিঁদুরে’ পরিচালনা করে উপযুক্ত জবাব দিয়েছে। তবে এরই মধ্যে আরও হামলার আশঙ্কায় দেশের বেশ কয়েকটি বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে আইপিএলের একাংশ সূচিও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল এবং নতুন করে সূচি তৈরি করা হয়েছে। এই নতুন সূচি অনুযায়ী, ১৭ থেকে ২৭ মে পর্যন্ত ছ’টি ভেনুতে লিগ পর্বের বাকি ম্যাচগুলি আয়োজিত হবে। কিন্তু প্লে-অফ এবং ফাইনালের ভ্যেনু এখনও নিশ্চিত হয়নি।

   

সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তার কথা মাথায় রেখে বিসিসিআই ফাইনালের ভ্যেনু কলকাতা থেকে বদলে আমেদাবাদে স্থানান্তরের কথা ভাবছে। যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বার্তা
এই জল্পনার মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এত সহজে ফাইনাল সরিয়ে দেওয়া যায় না। আমরা ফাইনাল এখানে রাখারই চেষ্টা করছি। সিএবির সঙ্গে বোর্ডের সম্পর্ক খুব ভালো। আমি পুরোপুরি আশাবাদী, ফাইনাল ইডেনেই হবে।” তিনি আরও বলেন, “বিক্ষোভ, মিছিল করে লাভ নেই। বোর্ডের সঙ্গে কথা চলছে। সব কিছু ঠিক হয়ে যাবে বলেই আমি মনে করি।”

ইডেনের বাইরে সমর্থকদের প্রতিবাদ
এই খবরে কলকাতা তথা পশ্চিমবঙ্গের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সের বাইরে বিক্ষোভ করেছেন একাংশ সমর্থক। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতা যখন ফাইনালের ভেনু হিসেবে নির্ধারিত ছিল, তখন হঠাৎ করে কেন সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল বিসিসিআই? তাদের মতে, প্রশাসনিক দিক দিয়ে বা অবকাঠামোগত দিক দিয়ে কলকাতা পিছিয়ে নেই, বরং দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্টেডিয়াম হিসেবে ইডেন গার্ডেন্সে ফাইনাল হওয়ার কথা ছিল।

প্লে-অফের ভ্যেনু ঘোষণা কবে?
বোর্ডের তরফে এখনও প্লে-অফ ও ফাইনালের চূড়ান্ত ভেনু ঘোষণা করা হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিসিসিআই এত দেরি করছে কেন? সৌরভ এই বিষয়ে বলেন, “কলকাতায় সব লিগ ম্যাচ শেষ হয়ে গেছে, তাই হয়ত আপাতত তালিকায় নেই। তবে শেষ সিদ্ধান্ত এখনও হয়নি। আমরা বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

চলতি আইপিএল সিজনে বর্ষা, নিরাপত্তা হুমকি, রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে একাধিক বাধার মুখে পড়েছে আয়োজকরা। তবে কলকাতার মতো ঐতিহ্যবাহী শহর থেকে ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অনেককেই মেনে নিতে কষ্ট হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ প্রশাসক যখন আশাবাদী হচ্ছেন, তখন সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনেও একটু আশা জাগে — হয়তো শেষ মুহূর্তে আবার ইডেনেই ফিরবে ক্রিকেটের এই মহাযজ্ঞ।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular