বিলম্বিত বোধদয়? আরজি কর কাণ্ডে প্রতিবাদের গর্জন সৌরভের

সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে সকলেই ওয়াকিবহাল। গত ৯ অগস্ট হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা…

সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে সকলেই ওয়াকিবহাল। গত ৯ অগস্ট হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় গোটা রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়ে উঠতে শুরু করেছে। এবার সেই স্রোতে গা ভাসালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Sourav Ganguly insert

   

সোমবার রাত ১০টা বেজে ২০ মিনিটে সৌরভ আচমকাই নিজের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করে ফেলেন। ছবির জায়গাটা তিনি কালো রং করে দিয়েছেন। এই ব্যাপারে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, আশা করা হচ্ছে যে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের কারণেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ১৪ অগস্ট রাতে প্রতিবাদী মিছিলে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, মেয়ে সানা অসুস্থ থাকার কারণে শেষপর্যন্ত তিনি আর এই মিছিলে পা মেলাননি।

আরজি করের সুরক্ষায় এবার CISF, নজিরবিহীন সুপ্রিম নির্দেশ

ইতিমধ্যে আরজি কর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্য যথেষ্ট সমালোচনার ঝড় তুলেছিল। আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সৌরভের একটি বক্তব্যের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ক্লিপে সৌরভ বলেছিলেন যে আরজি কর কাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। কলকাতা পুলিশ আধিকারিকদের উপর তাঁর যথেষ্ট আস্থা রয়েছে। যদিও পরবর্তীকালে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন যে তাঁর কথাটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এমনটা তিনি একেবারে বলতে চাননি। বরং তিনি দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চান।