Sony Norde’s Return: ফের মোহনবাগান সমর্থকদের হৃদস্পন্দন বাড়ালেন সনি নর্দে

Sony Norde

ফের গোল করলেন সনি নর্দে (Sony Norde)। মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের পরাস্ত হওয়ার দিনে গোল করে নিজের দলকে জেতালেন সনি। গোলের ফুটেজ দেখা ছাড়া সবুজ মেরুন সমর্থকদের সামনে এখন আর অন্য কোনো উপায় নেই।

হোসে রামিরেস ব্যারেটর পর মোহনবাগান সমর্থকরা বোধহয় সনি নর্দেকে দিয়েছিলেন রাজার আসন। কলকাতায় আসার অল্প কয়েক দিনের মধ্যে মোহন জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। সেই সনি এখনও চুটিয়ে ফুটবল খেলছেন। শুধু খেলছেন বললে কম বলা হবে, খেলছেন ও দলকে জেতাচ্ছেন।

   

সনি নর্দে বর্তমানে খেলেন Terengganu ফুটবল ক্লাবের হয়ে। গতকাল AFC কাপে ছিল তাদের ম্যাচের। সেখানে ৩-২ গোলে প্রতিপক্ষ Stallion Laguna f.c. কে পরাজিত করেছে সনির Terengganu এফসি। ম্যাচে ০-২ গোলে পিছিয়ে থাকার পর ৩-২ গোলে ম্যাচে জিতেছে Terengganu ফুটবল ক্লাব। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন সনি নর্দে।

মোহন বাগান সুপার জায়ান্টের মতো Terengganu এডসিও রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। সনিরা রয়েছেন গ্রুপ ডি-তে। আপাতত গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে সেন্ট্রাল কোস্ট মারিনার্স। পয়লা স্থানের জন্য অস্ট্রেলিয়ার এই দলটির সঙ্গে মূলত প্রতিযোগিতা সনি নর্দেদের। Terengganu গ্রুপ পর্বে এখনও একটিও ম্যাচে হারেনি। খেলেছেন চার ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন