Sony Norde: দিমি গোল করবে, মোহনবাগান জিতবে ৩-১ গোলে: সনি নর্দে

মোহনবাগান জিতবে, ফেসবুক লাইভ এসে জোর গলায় বলে দিলেন সনি নর্দে (Sony Norde)। কত মার্জিনে জিতবে সেটাও তিনি বললেন। জানালেন, কলকাতাকে খুব মিস করেন তিনি।…

sony norde

মোহনবাগান জিতবে, ফেসবুক লাইভ এসে জোর গলায় বলে দিলেন সনি নর্দে (Sony Norde)। কত মার্জিনে জিতবে সেটাও তিনি বললেন। জানালেন, কলকাতাকে খুব মিস করেন তিনি।

চলতি মরসুমের তারকাখচিত মোহনবাগান সুপার জায়ান্ট দিতেছে দু’টি ট্রফি- ডুরান্ড কাপ, লিগ শিল্ড। শনিবার ইন্ডিয়ান সুপার লিগ জেতার সুযোগ। সনি নর্দের মতে, মোহনবাগান জিতবে, জিতবে বড় ব্যবধানে। ৩-১ গোলে মুম্বই সিটি এফসিকে বাগান পরাস্ত করবে বলে মনে করছেন হাইতিয়ান তারকা। নর্দের কথায়, ‘মুম্বইতেও আমার ভক্তরা রয়েছেন। তবে মোহনবাগান জিতবে। মুম্বই শক্তিশালী দল, কিন্তু মোহনবাগান এক নম্বর।’

   

সনি নর্দেকে শ্রদ্ধা জানাতে সবুজ মেরুন ক্লাবের বর্তমান ফুটবলাররা করেছেন তাঁর স্টেইনগান সেলিব্রেশন। সনি নর্দের পর দিমিত্রি পেত্ৰাতসকেও ইতিমধ্যে কিংবদন্তির তকমা দিয়েছেন মোহনবাগান সমর্থকদের একাংশ। সনি নিজেও দিমির খেলা পছন্দ করেন। ফেসবুক লাইভে নর্দে বলেছেন, ‘দিমি খুব ভালো প্লেয়ার। মোহনবাগানে এখন যে ক’জন খেলছে তাদের মধ্যে নিঃসন্দেহে দিমি অন্যতম সেরা। ভালো ফর্মে রয়েছে। মোহনবাগানের হয়ে গোল করেছে। আমার বিশ্বাস ফাইনাল ম্যাচে-ও গোল করতে পারবে।’

ফলোয়ারদের প্রশ্নের উত্তরে লিস্টন কোলাসোর কথাও বলেছেন সনি নর্দে। তাঁর মতে. ‘লিস্টন খুবই ভালো একজন ফুটবলার, প্রতিভা রয়েছে, ভালো খেলে। আগের থেকে অনেক উন্নতি করেছে, তবে আরো উন্নতি করতে হবে। আশা করবো আগামী দিনে আরো ভালো খেলে জাতীয় দলের হয়ে লিস্টন নিয়মিত খেলতে পারবে।’

আবারও কলকাতায় এসে সমর্থকদের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে সনি নর্দের। তিলোত্তমাকে বিদায় জানালেও মোহনবাগান এখনও রয়েছে দিয়েছে তাঁর হৃদয়ে।