SC East Bengal: লাল-হলুদ শিবিরে ডাক পড়েছে সোংপু সিংসিটকের

মঙ্গলবার চলতি আইএসএলে বেঙ্গালুরুর এফসি’র বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) ম্যাচ৷ তার আগে মিডফ্লিডার সোংপু সিংসিটকের ডাক পড়েছে লাল হলুদ শিবিরে। ২২ বছর বয়সী…

Songpu Singsit

মঙ্গলবার চলতি আইএসএলে বেঙ্গালুরুর এফসি’র বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) ম্যাচ৷ তার আগে মিডফ্লিডার সোংপু সিংসিটকের ডাক পড়েছে লাল হলুদ শিবিরে। ২২ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার সিংসিটকে রবি ফাউলার এবং হোসে মানুয়েল দিয়াজের কোচিং কালে ব্রাত্য ছিলেন। কিন্তু দিয়াজ জমানায় ফুলস্টপ পড়তেই অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং’র নজর পড়ে সোংপু সিংসিটকের ওপড়ে। এর যথেষ্ট কারণও আছে।

২০২০-২১ মরসুমে আই-লিগে সিংসিটকে নেরোকা এফসি’র হয়ে দুরন্ত পারফরম্যান্স করে।এমন ছোখ ধাঁধানো পারফরম্যান্সের পর সোংপু সিংসিটকের জন্য আইএসএল টাইটেলশিপে খেলার দরজা খুলে যায় এবং এসসি ইস্টবেঙ্গল প্রতিশ্রুতিবান এই মিডফ্লিডারকে স্থায়ীভাবে দলে নিয়ে নেয়। কিন্তু ‘গুডবুকে’ নাম তুলতে পারেনি সিংসিটকে।

এবার চিত্রটা আলাদা, মনিপুরী মিডফ্লিডার তথা প্রাক্তন ইস্টবেঙ্গল মিডিও রেনেডি সিং এসসি ইস্টবেঙ্গলের অন্তবর্তীকালীন হেডকোচিং’র দায়িত্ব পেতেই শিকেয় ছেঁড়া সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে সিংসিটকের জন্য।

এসসি ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার পর এক সাক্ষাৎকারে সোংপু সিংসিটকে আগেই বলেছিলেন,”এটা আমার জন্য একটা বড় সুযোগ। এসসি ইস্টবেঙ্গল ভারতের বৃহত্তম ক্লাবগুলির মধ্যে একটি এবং আমি এখানে আসতে পেরে খুব ভাগ্যবান। আমি প্রতিদিন নিজেকে প্রমাণ করতে চাই এবং আমার সেরাটা দেব। আমি কোচিং স্টাফ এবং আশেপাশের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকেও অনেক কিছু শিখব”।

নেরোকা এফসির হয়ে ১৪ টি খেলায় সিংসিটকে তিনটি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। চলতি আইএসএলে ৮ ম্যাচের পরেও এসসি ইস্টবেঙ্গল এখনও একটা ম্যাচও জিততে পারে নি,লিগে লাস্ট বয় হয়ে রয়েছে।

ইতিমধ্যেই হোসে মানুয়েল দিয়াজের হেডকোচ পদ থেকে সরে যেতেই স্প্যানিয়ার্ড মারিও রিভেরাকে দলের হেডকোচ নিযুক্ত করেছে এসসি ইস্টবেঙ্গল। কোভিড-১৯ প্রোটকলে নিভৃতবাস কাটিয়ে দলের প্র‍্যাকট্রিসে যোগ দেবেন প্রাক্তন লাল হলুদ কোচ আলেহান্দ্রো মেনন্দেজ গার্সিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করা মারিও রিভেরা। ততদিন অন্তবর্তীকালীন হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং।